সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডের তদন্তে কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে সামনে আসছে। ইতিমধ্যে জানা গিয়েছে বেআইনি নির্মাণের কথা। সংকীর্ণ এবং পর্যাপ্ত প্রবেশপথের জেরেই যে মৃতের সংখ্যা বেড়েছে তা জানিয়েছেন খোদ গোয়ার মুখ্যমন্ত্রী। এবার জানা গেল, কাজাখস্তানের নর্তকী ক্রিস্টিনা বাণিজ্য ভিসা ছাড়াই অভিশপ্ত রাতে নৃত্য পরিবেশন করেন।
মঙ্গলবার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের এক আধিকারিক জানান, কাজাখস্তানের বাসিন্দা ক্রিস্টনা শেখ বাণিজ্য ভিসার জন্য আবেদন করলেও তা এখনও মঞ্জুর হয়নি। যদিও ভারতে এসে গোয়ার নৈশক্লাবে অনুষ্ঠান করা হয়ে গিয়েছে লাস্যময়ী নৃত্যশিল্পীর। ওই আধিকারিকের বক্তব্য, বাণিজ্য ভিসা ছাড়া নৃত্য পরিবেশন বেআইনি।
উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবটির নাম বির্চ। শনিবার সেখানে পার্টি চলাকালীন আচমকাই আগুন ধরে যায়। অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। নর্তকী ক্রিস্টিনার পারফরম্যান্স চলাকালীনই আগুন ধরে যায় ক্লাবে। কোনওমতে প্রাণ হাতে করে বেরিয়ে আসেন কাজাখস্তানের নাগরিক ক্রিস্টিনা। স্বল্পবসনা ক্রিস্টিনার নাচের ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। দেখা যায়, পিছনে দাউদাউ করে জ্বলছে আগুন।
ক্রিস্টিনা জানন, শনিবার রাতে তিনি যখন দ্বিতীয়বার পারফর্ম করতে ওঠেন তখনই মর্মান্তিক ঘটনা ঘটে। ভয়ংকর স্মৃতি হাতড়ে তিনি বলেন, “আমার পারফরম্যান্স চলাকালীনই বোধহয় শর্ট সার্কিট হয়। হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায়। বুঝতে পারছিলাম না কী করব। আমার মাথা বনবন করে ঘুরছে, খুব কাঁদছিলাম।” মঞ্চ থেকে নেমে প্রথমে পোশাক বদলাতে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেসময়ে ক্লাবের এক কর্মী তাঁকে বাধা দেন। ক্রিস্টিনার কথায়, ওই কর্মীর কথাতেই তাঁর প্রাণরক্ষা হয়েছে।
