shono
Advertisement

‘আদানি হল বিজেপির পবিত্র গরু’, কেন্দ্রের ‘কাউ হাগ ডে’বার্তায় তীব্র কটাক্ষ সঞ্জয় রাউতের

গোমাতার প্রতি ভালবাসা বোঝাতে দিনক্ষণের প্রয়োজন নেই, মন্তব্য শিব সেনা নেতার।
Posted: 02:30 PM Feb 09, 2023Updated: 04:48 PM Feb 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ভ্যালেন্টাইনস ডে স্পেশাল বার্তা দিয়েছে মোদি সরকারের পশু কল্যাণ বোর্ড (Animal Welfare Board)। এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s day) দিন ভালবাসুন, আলিঙ্গন করুন, তবে গরুকে। কেন্দ্রের ওই পরামর্শকে হাতিয়ার করে বিজেপি-আদানি তথা মোদি-আদানি ঘনিষ্ঠতাকে তীব্র কটাক্ষ করলেন শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবিরের অন্যতম মুখ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি মন্তব্য করলেন, কোটিপতি আদানি হলেন বিজেপির (BJP) পবিত্র গরু।

Advertisement

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গ্রুপ তথা শিল্পপতি গৌতম আদানিকে (Goutam Adani) নিয়ে উত্তাল গোটা দেশ। বিরোধীরা জালিয়াতি ও কারচুপির অভিযোগে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়েছে অথবা সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্বাবধানে তদন্তের দাবি করছে। গত কয়েক দিন এই বিষয়েই বিতর্কে সরগরম সংসদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইলেও নিজের ভাষণে মুখ খোলেননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও মোদি-আদানি ভাই ভাই স্লোগান উঠেছে সংসদে।

[আরও পড়ুন: বুলেট ট্রেন প্রকল্প দেশের জন্য গুরুত্বপূর্ণ, মোদি সরকারের দাবিতে শিলমোহর বম্বে হাই কোর্টের]

এদিকে গৌতম আদানি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তারপরেও শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর পতন রোখা যাচ্ছে না। এই অবস্থায় পশু কল্যাণ বোর্ডর ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পরামর্শের পর সঞ্জয় রাউত কটাক্ষ করলেন, “আদানি হল বিজেপির পবিত্র গরু। পবিত্র গরুকে বারবার জড়িয়ে ধরেছে তারা। ভালোবাসা দিবসে বাকি গরুদের আলিঙ্গন করতে বলা হচ্ছে আমাদের।” রাউত যোগ করেন, গোমাতার প্রতি ভালবাসা বোঝাতে আলাদা করে কোনও দিনের প্রয়োজন নেই।

[আরও পড়ুন: দুর্নীতি ফাঁস করেই মহারাষ্ট্রে খুন সাংবাদিক, গ্রেপ্তার পেট্রো প্রকল্পের মালিক]

প্রসঙ্গত, গতকাল কেন্দ্রের পশু কল্যাণ বোর্ড এক বিবৃতিতে বলেছে, পশ্চিমের চাপে বৈদিক সংস্কৃতি মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যে আমরা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছি। সেই কারণেই অভিনব আবেদন করা হয়েছে। পশু কল্যাণ বোর্ড আরও জানিয়েছে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাদের আবেদন, যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি গবাদি পশুকে আলিঙ্গন করেন। তাতে জীবন আরও সুখের হয়ে উঠবে। এভাবেই ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বোর্ড ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement