shono
Advertisement
All-Party Meet

সংসদে সর্বদলীয় বৈঠক, শীতকালীন অধিবেশনে SIR, দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি

বিদেশ নীতি নিয়েও আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা।
Published By: Kishore GhoshPosted: 04:41 PM Nov 30, 2025Updated: 04:46 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে কেন্দ্র-বিরোধী দ্বন্দ্বের মধ্যে রবিবার সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল কেন্দ্র। আগামী সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন। তার আগে অধিবেশনের কর্মসূচি নির্ধারণেই এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে যথারীতি এসআইআর প্রসঙ্গ ওঠে। বিরোধী দলগুলির সূত্র মারফত জানা গিয়েছে, তাদের তরফে এসআইআর, দিল্লি বিস্ফোরণ এবং বিদেশ নীতি নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে।

Advertisement

সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। এবারে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। এর বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি অভিযোগ করেন, অধিবেশনের সময় কমিয়ে দেশে সংসদীয় ব্যবস্থাকে খর্ব করতে চাইছে কেন্দ্র। বৈঠক শেষে সাংবাদিকদের গৌরব বলেন, “দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা চেয়েছি আমরা। দিল্লির বিস্ফোরণ প্রমাণ করে দিয়েছে যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ। দ্বিতীয় বিষয় হল দেশের গণতন্ত্রের সুরক্ষা। ভোটার তালিকার এবং নির্বাচনী ব্যবস্থার সুরক্ষা নিয়ে আলোচনা হওয়া উচিত।" এছাড়াও দিল্লি-সহ গোটা দেশে বাড়ন্ত বায়ুদূষণ নিয়ে আলোচনা চেয়েছে বিরোধী দলগুলি।

অন্য দিকে, কেন্দ্রের তরফে অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোর জন্য বিরোধী দলগুলির সাহায্য চাওয়া হয়েছে। এই বিষয়ে সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, "যেহেতু এখন শীতকাল, আমরা আশা করি সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন এবং উত্তপ্ত আলোচনা এড়িয়ে চলবেন। বিতর্ক সংসদের অংশ। আমি আশা করি কোনও ঝামেলা হবে না। শান্ত মানসিকতার সঙ্গে কাজ করলে দেশের উপকার হবে এবং অধিবেশন সুষ্ঠুভাবে চলবে।"

রিজিজু ছাড়া সর্বদল বৈঠকে কেন্দ্রের তরফে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। অন্যদিকে গৌরব ছাড়াও কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আরজেডি-র তরফে মনোজ ঝা, তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement