shono
Advertisement

এবার বিধায়ক কেনাবেচাতেও দিতে হবে GST! মুখ ফসকে এ কী বললেন নির্মলা? কটাক্ষ তৃণমূলের

মহারাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই 'স্লিপ অফ টাং' নির্মলার!
Posted: 11:09 AM Jun 30, 2022Updated: 11:09 AM Jun 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ঘোড়া কেনাবেচার (পড়ুন বিধায়ক কেনাবেচা) জন্যও নাকি দিতে হবে জিএসটি (GST)! আর কেউ নয়, একথা বলছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। নির্মলা এক সাংবাদিক সম্মেলনে মুখ ফসকে বলে ফেলেছেন, ঘোড়া কেনাবেচাকেও ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হতে পারে।

Advertisement

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে ‘ঘোড়া কেনাবেচা’ (Horse Trading) শব্দবন্ধটি ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এক দলের জনপ্রিতিনিধিকে অন্য দলে ভাঙিয়ে নিয়ে যাওয়াটাই রাজনীতিকদের ভাষায় ‘ঘোড়া কেনাবেচা’ বা হর্স ট্রেডিং হিসাবে পরিচিত। বিরোধী শিবিরের অভিযোগ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বাধীন জোট সরকারের পতনের অন্যতম কারণই হল এই ‘ঘোড়া কেনাবেচা’। আর এর নেপথ্যেও যে নির্মলার দল বিজেপিই আছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: চার যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক দিদির, আপত্তি জানাতেই গণধর্ষণ করে খুন নাবালিকাকে]

ক‌্যাসিনো, অনলাইন গেমিং, ঘোড়দৌড়ের মাঠ কিংবা লটারির উপর ২৮ শতাংশ জিএসটি নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী ভুল করে ঘোড়দৌড় (হর্স রেসিং) বলতে গিয়ে ঘোড়া কেনাবেচা (হর্স ট্রেডিং) বলে ফেলেন। নির্মলা কথাটা মুখ ফসকে বললেও নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় সেটা নিয়ে বিস্তর রসিকতাও হচ্ছে। নেটিজেনদের একাংশ বলছে, ঘোড়া কেনাবেচায় জিএসটি দিতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নির্মলার নিজের দল বিজেপিই (BJP)। কেউ কেউ আবার বলছেন, বিধায়ক কেনাবেচায় জিএসটি চালু হলে ভালই হবে, সাধারণ মানুষের করের টাকা কিছুটা হলেও বেঁচে যাবে।

[আরও পড়ুন: চতুর্থ ঢেউ সময়ের অপেক্ষা? বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেস পেরল ১ লক্ষ]

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করেছে তৃণমূল কংগ্রেসও (TMC)। তৃণমূলের কটাক্ষ,”বিজেপি কি এবার রোজগারের বিকল্প কোনও রাস্তা খুঁজছে? দেশকে সম্ভাব্য সবদিক থেকে লুটে নেওয়ার পর পিঁয়াজ-রসুন না খাওয়া মন্ত্রী আবার এখন হর্স ট্রেডিংয়েও জিএসটি কার্যকর করতে চাইছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement