সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিকোণ প্রেমের ভয়ংকর পরিণতি গুজরাটে! ছয় দিন ধরে নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ মিলল মঙ্গলবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান, মৃত যুবকের বন্ধুই খুন করেছেন। উভয়ের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার জেরেই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল নখাত্রানা অঞ্চলের মুরু গ্রাম। গত ২ ডিসেম্বর ওই গ্রাম থেকে নিখোঁজ হন রমেশ মেহেশওয়ারি। পরিবার নিখোঁজ ডায়েরি করার পর তদন্ত শুরুতেই সন্দেহভাজন বন্ধু কিশোরের উপর নজর রাখছিল পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা সামনে চলে আসে। কিশোর জানায়, এক তরুণীকে নিয়ে ঝামেলার সূত্রেই তিনি রমেশকে খুন করেছেন।
তরুণীর সঙ্গে রমেশের সম্পর্ক ছিল আগে থেকে। যদিও তাঁর সম্পর্ক পাতাতে মহিলাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন কিশোর। মহিলা বিষয়টি রমেশকে জানিয়ে দেয়। এর পর থেকেই উভয়ের মধ্যে গোলমাল শুরু হয়। শেষ পর্যন্ত মহেশকে খুন করার সিদ্ধান্ত নেয় কিশোর। গ্রামের নির্জন জায়গায় কথা বলার জন্য ডেকে রমেশকে খুন করেন অভিযুক্ত। ধারাল ছুরি দিয়ে মৃতদেহের মাথা, হাত, পা আলাদা করেন তিনি। শরীরের এই অংশগুলি কুয়োতে ফেলে দেন। বাকি অংশ মাটিতে পুতে ফেলন। ইতিমধ্যে রমেশের দেহাংশ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
