সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতেই প্রকাশিত হয় নয়া নির্দেশিকা। এই নির্দেশিকায় বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র। লকডাউনের নিয়ম শিথিল করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কোন দোকান খুলবে ও কোন দোকাব খুলবে সে নিয়ে বিতর্ক দাঁনা বাধলে পরে প্রকাশষিত একটি নির্দেশিকায় বলা হয় পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান এই সময় খোলা হবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তব জানান, “কোনও রেস্তোরাঁ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়নি। তেমনই সেলুন খোলারও কোনও নির্দেশিকা দেয়নি কেন্দ্র। এগুলি সার্ভিস বা পরিষেবা কেন্দ্রীক দোকান। এগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়নি। শুধু মাত্র যে সমস্ত দোকান কিছু জিনিস বিক্রি করেন, সেগুলিই খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গ্রাম্য এলাকায় যে সমস্ত দোকান খাবার কেনাবেচা করে, সেগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়নি। আর শহুরে এলাকায় কন্টেইনমেন্ট জোন (Containment Zone) ছাড়া অন্য এলাকাগুলিতে ছোট দোকান, এমনই একক দোকান, স্থানীয় দোকান ও আবাসনের ভিতরের দোকান খুলতে অনুমতি দেওয়া হয়েছে। তবে হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় কোনও দোকান খোলা থাকবে না।
[আরও পড়ুন:লকডাউনে মদের দোকান খোলার আরজি, রাজ ঠাকরেকে কটাক্ষ শিব সেনার]
- এক নজরে দেখে নেওয়া যাক কী কী দোকান খোলা হবে- শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় থাকা সব রেজিস্টার্ড দোকান খোলা যাবে৷
- পাড়ায় বা মার্কেট কমপ্লেক্স বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকার বাইরেও লকডাউনে নিয়ন্ত্রণে ছাড় থাকছে৷
- পাড়ায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে শুধুমাত্র একক দোকান খোলা রাখা যাবে৷
গ্রামে বা মফঃস্বলে সব রেজিস্টার্ড দোকান খোলা যাবে৷
মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বা তার বাইরে মার্কেট খুললে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ সবাইকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷
তবে নয়া নির্দেশিকায় এত ছাড় দিলেও বন্ধ রাখতে হবে শপিং মল, সিনেমা হল, সেলুন৷ খোলা যাবে না মাল্টি-ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড মলে দোকানগুলি খোলা যাবে না৷ বন্ধ রাখতে হবে মদের দোকানও৷
[আরও পড়ুন:রমজান উপলক্ষে হাসপাতালে বিশেষ আয়োজন, মুসলিম কোভিড রোগীদের মেনুতে বিরিয়ানি]
The post লকডাউনে খুলবে না সেলুন-রেস্তরাঁ, নয়া নির্দেশিকা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
