সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনার জলে 'বিষ' বিতর্কের মধ্যেই নদী থেকে জল পান করলেন নয়াব সাইনি। বুধবার হরিয়ানা-দিল্লি সীমানায় পাল্লা গ্রামে যমুনা নদী থেকে জল পান করেন তিনি। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার হরিয়ানার মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকেও। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের মূল ইস্যু হিসাবে উঠে এসেছে যমুনা দূষণ। বিতর্কের মধ্যে অভিনব পদক্ষেপ হরিয়ানার মুখ্যমন্ত্রীর।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নদীকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কেজরি সেটা মেনেও নিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২০ সালের ইস্তেহারে আমরা তিনটি গ্যারান্টি পূরণ করতে পারিনি। এবারের ইস্তেহারে সেগুলি রাখা হয়েছে। কারণ সেই সময় কোভিডের কারণের কাজ প্রভাবিত হয়েছিল। এবং মিথ্যে মামলায় আমি জেলবন্দি হই। তবে এবার ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি আমরা পূরণ করব।
প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মেনে নিলেও যমুনার বর্তমান পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেছেন কেজরি। তাঁর অভিযোগ, হরিয়ানা থেকে সেরাজ্যের বিজেপি সরকার যমুনার জলে বিষ মেশাচ্ছে। সেই বিষ রুখতে আগে থেকে পদক্ষেপ করেছে আপ সরকার। আপ প্রধানের ওই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়। এরপরই কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস।
বিতর্কের মধ্যেই বুধবার যমুনা নদী থেকে জল তুলে পান করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। নদীর জল মাথায় ছিটিয়ে নিতেও দেখা গিয়েছে তাঁকে। জলপানের ভিডিও শেয়ার করে সাইনি এক্স হ্যান্ডেলে লেখেন, "হরিয়ানার সীমানায় গিয়ে পবিত্র যমুনার জল নিসঙ্কোচে পান করলাম। অতিশী জি তো এলেন না, মনে হয় নতুন কোনও মিথ্যা তৈরি করছেন। কিন্তু আপদার এই মিথ্যা আর চলবে না।" সাইনির মতে, দিল্লিবাসী এই মিথ্যুকদের চিনে নিয়েছেন। তাই আপের শেষের দিনও নিশ্চিত হয়ে গিয়েছে।