সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঝের উপর পড়ে রয়েছে তিন কিশোর৷ কাপর দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তিনজন৷ সমানে কেঁদে চলেছে৷ চিৎকার করার শক্তি নেই তাও চেষ্টা করে চলেছে৷ ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করে চলেছে ক্রমাগত৷ কিন্তু কান দেওয়ার কেউ নেই৷ বরং দৃশ্যটি ক্যামেরাবন্দি করার হিড়িকই চোখে পড়ছে৷ একটি কিশোরকে আবার মুখ তুলে চাওয়ার কথা বলা হচ্ছে৷ মর্মান্তিক এই চেহারা ধরা পড়ল এলাহাবাদের এক সরকারি হোমে৷ প্রকাশ্যে এনেছে সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই৷
[প্রকাশিত মাধ্যমিকের ফল, মেধার টক্করে এবার সেরা বাঁকুড়া]
ঘটনাটি ঘটেছে এলাহাবাদের ফাফামউ এলাকার একটি সরকারি হোমে৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে হোমের কর্মী-আধিকারিকদের বিরুদ্ধে৷ এই প্রসঙ্গে এডিএম সিটি পুনীত শুক্লাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর ছিল৷ মাত্র দুই মিনিটের জন্য বেঁধে রাখা হয়েছিল ওই কিশোরদের৷ তাও তাদের শান্ত করার জন্য৷ কিছুদিন আগেই স্থানীয় রেল স্টেশনের পাশ থেকে তুলে আনা হয় ওই অনাথ শিশুদের৷ রাখা হয় ওই সরকারি হোমে৷ কিন্তু হোমে থাকতে অস্বীকার করে ওই কিশোররা৷ তারা জোর করে বেরিয়ে যেতে চায়৷ হোমের কর্মীরা বাধা দিলে তাঁদের গায়ে হাত তোলে৷ সে কারণেই কিশোরদের ওই ভাবে বেঁধে রাখা হয়েছিল বলে যুক্তি এডিএম সিটির৷
কিন্তু প্রশাসনে সাফাই কতটা যুক্তিযুক্ত৷ তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন৷ ভাইরাল হওয়া ভিডিওটি ফের একবার সরাকারি হোমের কঙ্কালসার চেহারাটা তুলে ধরেছে বলে দাবি অনেকের৷
[কাশ্মীরের রামপুরে নিকেশ ৪ জঙ্গি, ত্রাল সেক্টরে চলছে গুলির লড়াই]
The post সরকারি হোমে হাত-পা বেঁধে কিশোরদের উপর অত্যাচার, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.