সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। তার আগেই যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। এবার হাওড়া থেকে জামালপুর পর্যন্ত ছুটবে বন্দে ভারত। শনিবার জামালপুর স্টেশনে নয়া এই 'সেমি বুলেটে'র উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং। ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীরাও। আগে হাওড়া-ভাগলপুর-হাওড়া রুটে ছুটত এই ট্রেন। কিন্তু যাত্রীদের সুবিধার কথা ভেবে আজ রবিবার থেকেই নয়া এই ট্রেন জামালপুর পর্যন্ত চলবে। এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নয়া হাওড়া-জামালপুর-হাওড়া বন্দেভারত মাত্র ৬ ঘন্টা ৩৫ মিনিটে ৪৪১ কিমি পথ অতিক্রম করবে। রেলের দাবি, এই রুটে অন্যতম দ্রুতগতির ট্রেন হতে চলেছে এটি। ফলে সাধারণ যাত্রীরা অনেক দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নয়া এই বন্দে ভারত শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিনই চলবে। হাওড়া-জামালপুর, এই দীর্ঘপথে মোট আটটি স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি। যার মধ্যে আছে ভাগলপুর (Bhagalpur), বরাহট (Barahat), মন্দার হিল (mandar Hill), হান্সদিয়া (Hansdiha), দুমকা (Dumka), রামপুরহাট (Rampurhat) এবং বোলপুর শান্তিনিকেতন (Bolpur Santiniketan)।
কিন্তু কখন ছাড়বে এই ট্রেন? পূর্ব রেলের সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় ওই সংবাদমাধ্যম জানাচ্ছে, হাওড়া-জামালপুর বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়বে ৭টা ৪৫ মিনিটে এবং জামালপুর জংশন পৌঁছবে ২টো ১৫ মিনিটে। একই জামাপুর স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে সাড়ে তিনটে নাগদ। হাওড়া পৌঁছবে ১০ টা বেজে পাঁচ মিনিটে।
দেশের অন্যতম প্রিমিয়াম এই ট্রেনে যাত্রীরা এক্সিকিউটিভ চেয়ার কার এবং চেয়ার কারে যাত্রা করার সুবিধা পাবেন। এক্ষেত্রে এক্সিকিউটিভ চেয়ারে যাত্রা করতে ভাড়া পড়বে ২৩৩৫ টাকা এবং এসি চেয়ার কারে যাত্রা করার ক্ষেত্রে টিকিটের দাম রাখা হয়েছে ১২৯০ টাকা।
