shono
Advertisement

Breaking News

একদিনে প্রণামী পড়ল ‘মোটে’২.৮৫ কোটি, গরিব হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির!

তিরুপতিতে একদিনে গড়ে প্রণামী পড়ে ৪-৬ কোটি টাকা।
Posted: 02:15 PM Apr 23, 2023Updated: 02:15 PM Apr 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ধনীতম মন্দির হল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি শহরের তিরুমালা মন্দির। যা তিরুপতি মন্দির (Tirupati Temple) নামেই অধিক পরিচিত। লক্ষ লক্ষ ভক্তের প্রণামী দানে মন্দিরের তহবিল প্রতিদিনই ফুলেফেঁপে ওঠে। দানের পরিমাণ জানলে চোখ কপালে ওঠে ‘গরিব ভারতে’র। যদিও ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে চমকে দেওয়া কাণ্ড ঘটেছে ২২ এপ্রিল শনিবার। গত এক বছরের মধ্যে সবচেয়ে কম প্রণামী পড়েছে এদিনই। সেই পরিমাণ ছিল মোটে ২ কোটি ৮৫ লক্ষ। হঠাৎ মন্দিরে দানের পরিমাণ কমল কেন?

Advertisement

তিরুপতি মন্দিরে ভক্তদের দানকে বলা হয় ‘হুন্ডি’। এর জোরেই বিশ্বের সবচেয়ে ধনী মন্দির এটি। গত বছরের নভেম্বর মাসে তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট ঘোষণা করেছিল, দশ টনের বেশি সোনা এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে ভারত বিখ্যাত মন্দিরের। একদিনে গড় প্রণামী ৪-৬ কোটি টাকা। চলতি বছরের ২ জানুয়ারি যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে মন্দিরের একদিনের আয় হয়েছিল ৭ কোটি ৬ লক্ষ টাকা। এবার উলটো রেকর্ডের সাক্ষী হল মন্দির। গত কয়েক দিনে ধরেই ‘হুন্ডি’ বা দানের পরিমাণ কমছিল। কমতে কমতে শনিবার তা দাঁড়ায় ২ কোটি ৮৫ লক্ষে।

[আরও পড়ুন: ‘নাগরিকত্ব প্রত্যাহার করেও আমাকে দমানো যাবে না’, সুর চড়াচ্ছেন ‘মোদি বিরোধী’ অভিনেতা]

জানা গিয়েছে, এর কারণ ভরা গ্রীষ্ম। তীব্র গরম চলছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা-সহ দক্ষিণের রাজ্যগুলিতে। গরমে কাহিল উত্তর ভারতের রাজ্যগুলিও। স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে। এই অবস্থায় তীর্থস্থানেও ভিড় কমছে। তার জেরেই শনিবার ‘মাত্র’ ২ কোটি ৮৫ লক্ষ টাকা প্রণামী পড়েছে মন্দিরে। যা গত এক বছরে সবচেয়ে কম। তবে মন্দিরের ট্রাস্টের দাবি, এপ্রিলের শেষ থেকেই ফের ভক্তদের সংখ্যা বাড়বে তীর্থস্থানে। দানের পরিমাণও সমান তালে বাড়বে।

[আরও পড়ুন: অঙ্কিতা কাণ্ডে FIR, যুব কংগ্রেস সভাপতিকে পাকড়াও করতে কর্ণাটকে রওনা হিমন্তের পুলিশের]

প্রসঙ্গত, দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের অসীম বিশ্বাস। বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা-সহ নানা মূল্যবান ধাতু, অর্থ ইত্যাদিতে মুড়ে দেন ঈশ্বরের বিগ্রহকে। শুধু ধনরত্নই নয়, আরাধ্যদেবতাকে মাথার চুল দান করেন ভক্তরা। সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল পরিমাণ টাকা আয় হয় তিরুপতি মন্দির ট্রাস্টের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement