shono
Advertisement

পেগাসাস দিয়ে ফোন রেকর্ড করা হত! কেমব্রিজের বক্তৃতায় মোদিকে ঠুকলেন রাহুল

দু'একটা ভাল কাজ করেছে মোদি সরকার, মানলেন রাহুল।
Posted: 11:38 AM Mar 03, 2023Updated: 11:38 AM Mar 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক সেমিনারে দাঁড়িয়ে দেশের নরেন্দ্র মোদির সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ভারতের ধারণাটাকেই বদলে দিচ্ছে। বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। গণতন্ত্রকে আক্রমণ করা হচ্ছে। তাঁর ফোনেও পেগাসাস ছিল বলে দাবি কংগ্রেস নেতার।

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাসে পেগাসাস (Pegasus) রিপোর্ট প্রকাশ্যে আসার পরই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, পেগাসাস নামের এই ইজরায়েলি সফটওয়্যার ব্যবহার করে দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি এমনকী সরকারি আমলাদের উপরও নজরদারি চালাচ্ছে কেন্দ্র। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের টার্গেটে ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, রাকেশ আস্তানা, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতো ব্যক্তিত্বরা।

[আরও পড়ুন: ১৫% সুদে লক্ষ লক্ষ টাকা ফেরতের টোপ! গোপাল-হৈমন্তীর চিটফান্ড সংস্থার তথ্য যাচাই CBI-এর]

সে নিয়ে বিস্তর সমালোচনা হয় কেন্দ্রের। বিরোধীরা বিক্ষোভও দেখায়। তবে রাহুল গান্ধী এর আগে কখনও সরাসরি অভিযোগ করেননি যে তাঁর ফোনে পেগাসাস আছে। এই প্রথম কেমব্রিজে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, সরকারি আধিকারিকরাই তাঁকে জানিয়েছেন তাঁর ফোন পেগাসাস দিয়ে ট্যাপ করা হত। রাহুলের বক্তব্য,”আমাকে সরকারের অফিসাররাই জানিয়েছেন, আমার ফোনে পেগাসাস আছে। আমার সাবধানে কথা ব্লা উচিত কারণ আমার ফোন রেকর্ড করা হচ্ছে।” কংগ্রেস সাংসদের অভিযোগ, নরেন্দ্র মোদি ভারতের গণতন্ত্রকে আক্রমণ করছেন, ভারতের ধারনাকেই পালটে ফেলছেন।

[আরও পড়ুন: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কেন্দ্রে পৌঁছলই না গ্রাফ পেপার! বিতর্কে পর্ষদ]

ওই সেমিনারে রাহুলকে প্রশ্ন করা হয়, মোদি (Narendra Modi) সরকারের কোনও কাজই কি ভাল নয়? সে প্রশ্নের জবাবে রাহুল বলেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বা মহিলাদের গ্যাস দেওয়াটা ভাল কাজ হিসাবে ধরা যেতে পারে। কিন্তু যে দেশের মূল ধারণাই বদলে দিচ্ছে, তার ওরকম দু’একটা ভাল কাজের গুরুত্ব নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement