সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩ এপ্রিল গুজরাটের জামনগরে জাগুয়ার জেট বিমান ভেঙে মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের। শুক্রবার তাঁর নিথর দেহ হরিয়ানার ভালখি মাজরা গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থর বাবা-মা এবং নিকট আত্মীয়রা। বুকফাটা হাহাকার করতে দেখা গেল এক তরুণীকেও। তিনি সিদ্ধার্থর বাগদত্তা-প্রেমিকা সানিয়া। আচমকা ঝড়ে যাঁর জীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে। চুরমার হয়ে গিয়েছে স্বপ্ন। সানিয়ার সেই বেদনার সঙ্গী হল নেটিদুনিয়াও।
সিদ্ধার্থ-সানিয়ার বিয়ের ঠিক হয়েছিল ২ নভেম্বর। পাকা দেখা হয়েছিল গত ২৩ মার্চ। ছুটি কাটিয়ে ৩১ মার্চ কর্মক্ষেত্রে যোগদান করেন সিদ্ধার্থ। এরপর ৩ এপ্রিল সব শেষ! শুক্রবার সিদ্ধার্থ যাদবের কফিনের উপর কান্নায় ভেঙে পড়েন সানিয়া। কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন তিনি---ওর মুখটা আর একবার দেখতে দিন। আর একবার আমি দেখতে চাই ওকে। শেষবারের মতো আর একবার ওকে দেখতে দাও আমাকে। সিদ্ধার্থর মৃতদেহের কাছে গিয়ে বলেন, বেবি তু আয়া কিঁউ নেহি। তু মেরেকে লেনে আয়া নেহি..। বোলা থা আয়েগা। সানিয়ার এই বুক ভাঙা কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেনি সোশাল মিডিয়াও।
সানিয়ার কান্নার মধ্যেই এক বায়ুসেনা কর্মী প্রতীকী স্ত্রী হিসেবে সিদ্ধার্থের সেনা-টুপি পরিয়ে দেন সানিয়ার মাথায়। তাঁর হাতে দেওয়া হয় সিদ্ধার্থের সেনা পোশাক পরা ছবিও। যদিও তরুণ ফ্লাইট লেফটেন্যান্টের বাগদত্তা সানিয়া তখন যেন সজ্ঞানে আর নেই। অশ্রুসজল চোখে পাথরের মূর্তির মতো চেয়ে আছেন সিদ্ধার্থর কফিনের দিকে।