shono
Advertisement
Pranab Mukherjee

'প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে এই হাল হত না কংগ্রেসের', বিস্ফোরক মণিশংকর আইয়ার

২০১৪ নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী হয়েছিল সোনিয়া গান্ধীর 'ভুল' সিদ্ধান্তে, ঘুরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
Published By: Subhajit MandalPosted: 08:01 PM Dec 15, 2024Updated: 08:01 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী হয়েছিল সোনিয়া গান্ধীর 'ভুল' সিদ্ধান্তে। ঘুরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। তাঁর দাবি, দ্বিতীয় ইউপিএ সরকারে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হলে কংগ্রেসের এই হাল হত না। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেটা করেননি সোনিয়া গান্ধী।

Advertisement

এক সাক্ষাৎকারে মণিশংকর আইয়ার সাফ বলছেন, ২০১৪ নির্বাচনে কংগ্রেসের ধরাশায়ী হওয়ার মূল কারণ শাসনের অভাব। ২০১৩ সালের পর কোনওরকম প্রশাসনই ছিল না দেশে। আইয়ারের কথায়, "২০১২ সালের পর আমাদের দুটো বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। এক, সোনিয়া গান্ধী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। দুই মনমোহন সিংয়ের ছটি বাইপাস সার্জারি হল। ফলে একই সঙ্গে সরকার এবং দলের মাথারা কার্যত অকেজো হয়ে গেলেন।" এর পরই আইয়ারের মুখে প্রণব প্রসঙ্গ। তিনি বললেন, "এই কঠিন সময়েও একজন ছিলেন যিনি সুস্থ ও সক্রিয় ছিলেন। নতুন নতুন কৌশল জানতেন, ব্যক্তিগত ক্যারিশ্মা ছিল। তিনি জানতেন দল এবং সরকার কীভাবে চালাতে হয়। সেই লোকটা প্রণব মুখোপাধ্যায়।"

আইয়ার বলছেন, প্রণব নিজেও ভেবেছিলেন দ্বিতীয় ইউপিএ সরকারের মনোমোহন সিংয়ের জায়গায় তাঁকে প্রধানমন্ত্রী করা হবে। আর মনোমোহনকে রাষ্ট্রপতি পদে বসিয়ে সম্মানিত করা হবে। বা হয়তো অন্য কাউকে রাষ্ট্রপতি করা হবে। সেটা হলে কংগ্রেসকে ধরাশায়ী হতে হত না। বর্ষীয়ান কংগ্রেস নেতা বলছেন, "প্রণব প্রধানমন্ত্রী হলেও হয়তো ২০১৪ সালে কংগ্রেস হারত। কিন্তু ৪৪ আসনে নেমে আসার মতো পরিস্থিতি হত না। হয়তো ১৪০ আসনে থামত।" আইয়ার বলছেন, প্রণব আশাবাদী ছিলেন, কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সোনিয়া গান্ধী স্থিতাবস্থা বজায় রাখেন।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় রাজনীতিতে চমকপ্রদ উত্থান হয় নরেন্দ্র মোদির। সেবার কংগ্রেস গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৪ আসনে। সেই ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের অধঃপতনের শুরু। তবে আইয়ারের মতে এসব কিছুই হত না, যদি প্রধানমন্ত্রীর কুরসিতে বসানো হত বঙ্গ সন্তানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী হয়েছিল সোনিয়া গান্ধীর 'ভুল' সিদ্ধান্তে।
  • ঘুরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার।
  • তাঁর দাবি, দ্বিতীয় ইউপিএ সরকারে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হলে কংগ্রেসের এই হাল হত না।
Advertisement