সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার নিম্নমুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমতে কমতে সেটা নেমে গিয়েছে ছ’শোরও কম। কার্যত গোটা বিশ্ব থেকেই এই মহামারী বিদায় নেওয়ার পথে। কয়েকদিন আগে পর্যন্ত করোনার পরিসংখ্যান ওঠানামা চিন্তায় রেখেছিল স্বাস্থ্যমন্ত্রককে। সেটাও আর নেই।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। রবিবার সংখ্যাটা ছিল খানিকটা বেশি। ওইদিন আক্রান্ত হন ৭৩৪ জন। এখনও পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার ৯২৪ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৯ হাজার ৪৬৮ জন।
[আরও পড়ুন: শীতের শাকসবজির দাম নিয়ে নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫৩২ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
বাংলাতেও করোনার গ্রাফ কমছে হু হু করে। রবিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। যা শনিবারের তুলনায় বেশ কিছুটা কম। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ৩৩৯। তবে রবিবার করোনায় প্রাণহানি হয়নি কারও। সংক্রমণ কমলেও টিকাকরণ চলছে জোরকদমে। চলছে নমুনা পরীক্ষাও।