সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানকে পালটা দিল ভারত। দিনকয়েক আগে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র শাফাকাত আলি খান দাবি করেছিলেন, ওয়াকফ আইনের ফলে মুসলিমদের ধর্মীয় এবং আর্থিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। মঙ্গলবার সেই দাবি খারিজ করে দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যদের জ্ঞান না দিয়ে পাকিস্তান বরং নিজের দেশে সংখ্যালঘু অধিকার রক্ষার ইতিহাস দেখুক।

দিনকয়েক আগেই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের বিভিন্ন প্রান্তের মুসলিমরা প্রতিবাদে শামিল হয়েছেন। একই পরিস্থিতি বাংলাতেও। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে মুর্শিদাবাদ। হিংসার জেরে তিনজনের মৃত্যুও হয়েছে সেখানে।
এহেন পরিস্থিতিতে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুখ খোলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, "ভারতে সংখ্যাগরিষ্ঠদের দাপট কতখানি বেড়েছে, এই আইনই তার প্রমাণ। এই আইনের ফলে ভারতীয় মুসলিমরা আরও প্রান্তিক হয়ে পড়বে, এমন গুরুতর আশঙ্কা রয়েছে। ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং আর্থিক অধিকারে কোপ বসাবে এই সংশোধিত ওয়াকফ আইন।"
যদিও পড়শি দেশের এহেন মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় বিদেশমন্ত্রক। মুখপাত্র বলেন, "ওয়াকফ আইন নিয়ে পাকিস্তান যে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য় করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থান পাকিস্তানের নেই। তারা বরং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার ক্ষেত্রে নিজেদের ভয়ংকর ইতিহাসটা দেখুক, অন্যদের জ্ঞান না দিয়ে।" উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে পাকিস্তানে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনাবলিকে হাতিয়ার করেই পড়শি দেশকে একহাত নিয়েছে ভারত।