shono
Advertisement
Hooghly

ভেজাল দুধে ছেয়ে যাচ্ছে বাজার! হুগলিতে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা

ঘটনায় এখনও অবধি মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 05:39 PM Apr 25, 2025Updated: 05:44 PM Apr 25, 2025

সুমন করাতি, হুগলি: দুধের মধ্যে রাসায়নিক মিশিয়ে চলছিল কারবার। গত ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। সেই ঘটনারই তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা বিপ্লব সরকার। ঘটনায় হুগলিতে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে। বিজেপির তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। দোষ করলে দল পাশে থাকবে না বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত সরকার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল পোলবার একটি হোটেলে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানে রাসায়নিক মিশিয়ে সেই দুধ বিক্রি করা হত বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে ধরে পুলিশ। পোলবা থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই এফআইআরে নাম ছিল বিপ্লব সরকারের। সেই তদন্তেই পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। আজ শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সী বলেন, "দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়েছিল পোলবা থানা। তারপরেই অভিযান চালায়। যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হত সেটিও উদ্ধার হয়েছে। দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।" তিনি আরও বলেন, "যার নেতৃত্বে এই কারবার চলছিল, তাকেও গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পাণ্ডার সহযোগী। কে প্রভাবশালী জানি না, যারা এর সঙ্গে জড়িত, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।"

বিপ্লব সরকার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে এই ঘটনায় জোর রাজনৈতিক চর্চা চলছে। তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন, "আমার সঙ্গে কারও সম্পর্ক আছে বলেই, সে অন্যায় করলে পার পেয়ে যাবে না। অন্যায় করলে তার বিচার হবে। পুলিশ তদন্ত করছে। শাস্তি হবেই।" বিজেপির সপ্তগ্রাম মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, "যে দুধ শিশুরা খায়, সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হত। শিশুরাও রেহাই পাচ্ছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুধের মধ্যে রাসায়নিক মিশিয়ে চলছিল কারবার। গত ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়।
  • সেই ঘটনারই তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা বিপ্লব সরকার। ঘটনায় হুগলিতে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।
Advertisement