shono
Advertisement
Hypersonic Missile

পেরিয়ে যাবে দেড় হাজার কিমি! সফল নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত।
Published By: Biswadip DeyPosted: 11:02 AM Nov 17, 2024Updated: 11:12 AM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষার ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল ডিআরডিও। দেড় হাজার কিলোমিটার দূরত্বও অনায়াসে অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। শনিবার ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল। পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া 'ব্রহ্মাস্ত্র'। মনে করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত। যা নিঃসন্দেহে 'শত্রু' দেশকে আতঙ্কে রাখবে।

Advertisement

এক্স হ্যান্ডলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, 'এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং তাৎপর্যপূর্ণও, কেননা এর ফলে আমাদের দেশ সেই গুটিকয়েক দেশের একটি হয়ে উঠল যাদের হাতে এমন জটিল ও অত্যাধুনিক সেনা প্রযুক্তি রয়েছে।'

কী এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? সহজে বললে এই ক্ষেপণাস্ত্রের গতি এতই বেশি যে তা শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিবেগে ছুটতে পারে। এই প্রথম নয়, এর আগেও নানা ডোমেনে পরীক্ষিত এই মিসাইল। এবং সবক্ষেত্রেই এর সাফল্য নিশ্চিত হয়েছে। ড. এ পি জে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। সহযোগিতা করেছে ডিআরডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল ডিআরডিও।
  • দেড় হাজার কিলোমিটার দূরত্বও অনায়াসে অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র।
  • শনিবার ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল।
Advertisement