সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যোজাত কন্যাসন্তানের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে জার্মানির (Germany) শিশু সুরক্ষা কমিশন (Child Protection Rights Commision) এক ভারতীয় দম্পতির কাছ থেকে তাঁদের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রেখেছে। এই পরিস্থিতিতে সন্তানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর কাছে আরজি জানাতে ভারতে এসেছেন ওই দম্পতি।
বৃহস্পতিবার মুম্বইয়ে পৌঁছেছেন তাঁরা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উগরে দিয়েছেন ক্ষোভ। জানা গিয়েছে, তাঁদের শিশুর বর্তমান বয়স ৩ বছর। সে গত দেড় বছর ধরে জার্মানির কর্তৃপক্ষের কাছেই রয়েছে। অনেক চেষ্টার পরও কোলের সন্তানকে ফেরাতে না পেরে এবার দেশে ফিরেছেন ওই দম্পতি। শিশুটির মায়ের কথায়, ”আমাদের সন্তানকে দেশে ফেরাতে আমরা প্রধানমন্ত্রী মোদির কাছে আরজি জানাচ্ছি। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছেও আমাদের অনুরোধ এই বিষয়টির দিকে তিনি যেন নজর দেন।”
[আরও পড়ুন: ডিএ ধর্মঘট রুখতে আরও কড়া নবান্ন, চার বেলা হাজিরা খাতায় সইয়ের নির্দেশ]
উল্লেখ্য, যে ঘটনার কারণে দম্পতিকে সন্তান প্রতিপালনে অযোগ্য মনে করে শিশু সুরক্ষা কমিশন, তা ঘটেছিল ২০২১ সালে সেপ্টেম্বর মাসে। ওই সময় ভারত থেকে জার্মানিতে বেড়াতে আসেন দম্পতির দুই তরফের বাবা-মা। দম্পতির দাবি, একদিন দিদার কারণে আঘাত পায় আট মাসের আরিহা। এর পরেই আসরে নামে জার্মানির শিশু সুরক্ষা কমিশন।
আহত আরিহাকে তারা নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ আনে, ভারতীয় দম্পতি শিশু প্রতিপালনের অযোগ্য। শিশুটির যৌন হেনস্তা হয়েছে বলেও দাবি করে কমিশন। এরপর প্রচুর অনুনয়ে প্রথমে সপ্তাহে একদিন, পরে মাসে একদিন সন্তানের সঙ্গে মা-বাবাকে মিলিত হওয়ার অনুমতি দেয় শিশু সুরক্ষা কমিশন। যদিও এখনও পর্যন্ত কমিশনের তোলা অভিযোগ প্রমাণিত হয়নি।