shono
Advertisement

দেশে প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন চালু করল ভারতীয় রেল

অনলাইনে টাকা মিটিয়ে চলন্ত ট্রেনের মধ্যেই জমিয়ে বসে খাওয়া যাবে টক-ঝাল-মিষ্টি৷ The post দেশে প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন চালু করল ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Jun 10, 2018Updated: 07:32 PM Jun 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা নিয়ে যাত্রীদের তুমুল ক্ষোভ মেটাতে এবার নয়া কৌশল নিল ভারতীয় রেল৷ ভারতে প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন চালু করল রেল৷ শপিং মলের আদলে স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে নরম পানীয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার৷ অনলাইনে টাকা মিটিয়ে চলন্ত ট্রেনের মধ্যেই জমিয়ে বসে খাওয়া যাবে টক-ঝাল-মিষ্টি৷

Advertisement

যাত্রী পরিষেবার মান আরও বাড়াতে চলতি সপ্তাহ থেকে কোয়েম্বাটুর-বেঙ্গালুরু উদয় এক্সপ্রেসে চালু হয়েছে নয়া ব্যবস্থা৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দাক্ষিণাত্যের যাত্রীদের জন্য এই পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে৷ গোটা বিষয়টি সফল হলে বাকি এক্সপ্রেসগুলিতে এই ব্যবস্থা রাখা হবে৷

রেল সূত্রে খবর, প্রথম শ্রেণির কামরায় বিভিন্ন ধরনের নরম পানীয়-সহ শুকনো খাবার রাখার মেশিন রাখা থাকবে৷ এটিএম কাউন্টারের মতো দেখতে মেশিনে টাকা ফিরলেই মিলবে হট-চিপস থেকে শুরু করে নানান ধরনের পানীয়৷ অফলাইনের পাশাপাশি, অনলাইনে টাকা মিটানোর পর নির্দিষ্ট কোড মেশিনে ইনপুট করলেই বেরিয়ে আসবে খাবার৷


গত শুক্রবার নয়া এই পরিষেবা চালু করে টুইট করে ভারতীয় রেল৷ ভিডিও পোস্ট করে যাত্রীদের এই নয়া পরিষেবার বিষয়ে বিস্তারিত জানানো হয়৷ ভারতে এই প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন পরিষেবা চালু করে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে রেল কর্তৃপক্ষ৷ ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে৷ রেলের নয়া এই পরিষেবায় প্রথম শ্রেণির যাত্রীদের একাংশকে খুশি করলেও সাধারণ যাত্রীদের মধ্যে বেড়েছে ক্ষোভ৷

এমনিতেই, সময়ে ট্রেন চলাচল করে না৷ খাবার থেকে আলো-জল পরিষেবা নিয়ে দ্বিতীয় ও সাধারণ কামরায় যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ৷ সামান্য যাত্রী নিরাপত্তাও জোটে না কখনও কখনও৷ চুরি-ছিনতাই লেগেই আছে এক্সপ্রেস ট্রেনে৷ যাত্রীদের অভিযোগ, ন্যূনতম যাত্রী পরিষেবা নিশ্চিত করার পর প্রথম শ্রেণির জন্য নতুন নতুন ব্যবস্থা করুক ভারতীয় রেল৷

The post দেশে প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন চালু করল ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement