shono
Advertisement

Breaking News

পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’পাঠাল ISRO

নয়া মাইলস্টোন ইসরোর। The post পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO appeared first on Sangbad Pratidin.
Posted: 12:15 PM Nov 29, 2018Updated: 07:28 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বকে চমকে আজ, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি ৪৩’র সফল উৎক্ষেপণ করল ইসরো৷ এদিন সকালে মহাশূন্যের উদ্দেশে রওনা হয় ইসরোর নয়া যান৷ ইসরোর নয়া মহাকাশযান পিএসএলভি-সি ৪৩ ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS-সহ আটটি দেশের মোট ৩০টি স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]

প্রসঙ্গত, Hysl-এর পুরো নাম Hyper Spectral Imaging Satellite। বিজ্ঞানীরা আরও একটি নাম দিয়েছেন এর, ছোটা ভীম। ইসরো এটি তৈরি করেছে৷ বুধবার ভোর ৫.৫৮ থেকে শুরু হয়ে গিয়েছিল পিএসএলভি-সি ৪৩’র উৎক্ষেপণের কাউন্টডাউন৷ আজ, নির্ধারিত সময়ে সকাল ৯.৫৮ বাজতেই ৩০টি স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে পারিয়ে দেয় ইসরোর নয়া যান৷

[গাজায় বিপর্যস্ত তামিলনাড়ুকে ১০ কোটি টাকার ত্রাণ কেরলের]

ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণ থেকে শুরু করে কক্ষে পৌঁছতে পিএসএলভি-সি ৪৩-র সময় লাগবে তিন ঘণ্টার কাছাকাছি৷ দু’টি কক্ষপথে পাঠানো হবে উপগ্রহগুলোকে৷  পৃথিবীপৃষ্ঠ থেকে ৬৩৬ কিলোমিটার পৃথক পৃথক দূরত্বে ৩০টি উপগ্রহ পাঠানো হবে৷ টানা পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে ইসরোর বিজ্ঞানীরা তৈরি করেছেন অপেক্ষাকৃত হালকা ৩৮০ কেজির নয়া এই উপগ্রহ৷ মহাকাশে এই উপগ্রহের আয়ুও পাঁচ বছর।

জানা গিয়েছে, ছোট-বড় মিলিয়ে মোট ৩০টি উপগ্রহ মহাকাশে ছেড়ে আসতে যানটি সময় নেবে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার কম৷ ইসরোর পাঠানো ৩০টির উপগ্রহগুলির মধ্যে ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS৷ যা মহাশূন্য থেকে পৃথিবীর উপর নজরদারি চালাবে৷ এর আগেও চলতি বছর ১২ জানুয়ারি ছ’টি দেশের ৩১টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি ৪০৷ পরে, মাঝামাঝি সময়ে পিএসএলভি-সি ৪১ ও ৪২ দু’টিও সফল ভাবে উৎক্ষেপণ করে ইসরো৷

The post পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement