সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছরে সর্বস্তরে 'আত্মনির্ভর ভারতে'র ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যতম লক্ষ্য ছিল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে বাড়ানো। যাতে করে ঘরোয়া চাহিদা মিটিয়েও বিদেশে অস্ত্র রপ্তানি করা যায়। সেই লক্ষ্যে সফল প্রতিরক্ষা মন্ত্রক। ২০২৪-২৫ অর্থবর্ষে ২৩,৬২২ কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করল ভারত।
অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বেসরকারি পুঁজির বিনিয়োগ বাড়ছে। এই সম্মিলিত উদ্যোগর সুফল মিলছে সমর বাণিজ্যে। ২০২৪-২৫ অর্থবর্ষে ২৩,৬২২ কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করা গিয়েছে ৮০টি দেশে। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট রপ্তানির অঙ্ক ছিল ২১০৮৩ কোটি। অর্থাৎ চলতি অর্থবর্ষে ১২ শতাংশ বেড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের রপ্তানি।
সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রপ্তানি বেড়েছিল ৪২.৮৫ শতাংশ। অন্যদিকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানিতে বেসরকারি অবদান বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে। এর থেকেই প্রমাণিত বিশ্বের বাজারে ভারতে তৈরি অস্ত্র ও সামরিক সরাঞ্জামের চাহিদা কতখান বাড়ছে। যদিও লক্ষ্যপূরণ হয়নি এবারও।
২০২০ সালে ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য ছিল। যদিও তা ২৩,৬২২ কোটি টাকায় থমকেছে। অর্থাৎ ঘাটতি রয়ে গিয়েছে প্রায় ১১৩৭৮ কোটি টাকার। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই ঘাটতি মিটিয়ে ফেলা যাবে।