shono
Advertisement
Vrindavan temple

প্রণামী বাক্সের টাকা গুনতে গুনতে লাখ লাখ চুরি! বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে হুলস্থুল

অভিযুক্ত ব্যাঙ্ককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 04:30 PM Apr 06, 2025Updated: 04:34 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃন্দাবনের বাঁকে বিহারি মহারাজ মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি! অভিযোগ, এক ব্যাঙ্ক কর্মী প্রণামীর বাক্সের টাকা গুনতে গুনতে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা। ওই ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে তাঁর কাছ থেকে উদ্ধার হয় নয় লক্ষ টাকা।

Advertisement

পুলিশে সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অভিনব সাক্সেনা। তিনি মথুরার ড্যাম্পিয়ার নগরে একটি ব্যাঙ্কের শাখায় কর্মরত। মন্দিরের টাকা গোনার দায়িত্ব ছিল অভিনবর। ২০২০ সাল থেকে ব্যাঙ্কের বৃন্দাবন শাখায় কাজ করছেন তিনি। চুরির বিষয়ে সন্দেহ হওয়ার পরই মন্দির কমিটির এক সদস্য থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়েছে, টাকা গোনার সময়ই চুরি করেছেন তিনি! পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত তিন দিন ধরে ওই টাকা সরাচ্ছিলেন অভিনব।

বাঁকে বিহারি মন্দির চত্বরে ১৬টি ‘দানপাত্রে’ ভক্তেরা প্রণামী দেন। ওই বাক্সগুলিতে জমা হওয়া টাকা প্রতি মাসে এক বার বা কখনও দু’বার গুনে মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাস্টের একজন কর্মী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করার সময় টাকা চুরির ঘটনাটি দেখতে পান। পুলিশ সূত্রে খবর, জেরায় চুরির কথা স্বীকারও করেছেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী। এখন প্রশ্ন হল, রামপুরের বাসিন্দা অভিনব কি একাই এই চুরির সঙ্গে যুক্ত, নাকি নেপথ্যে আরও কেউ রয়েছেন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশে সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অভিনব সাক্সেনা।
  • মন্দির চত্বরে ১৬টি ‘দানপাত্রে’ ভক্তেরা প্রণামী দেন।
Advertisement