সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসর থেকে তোপ দাগলে ধ্বংস হবে লাহোর! পদাতিক বাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে এমনই শক্তিশালী কামান তৈরি করেছে ডিআরডিও। এই কামান বা তোপের পোশাকি নাম হল 'অ্য়াডভান্সড টাওয়েড আর্টিলারি গান সিস্টেম' (এটিএজিএস)। ডিফেন্স ডেভলপমেন্ট অর্গানাইজেশনের দাবি, যুদ্ধের ময়দানে এটিজিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিআরডিও জানিয়েছে, কার্গিল যুদ্ধে জরুরি ভূমিকা পালন করা বোফর্স কামানের উত্তরসূরি এটিজিএস। এটি ১৫৫ মিমি/৫২ ক্যালিবারের কামান। যেটিকে যৌথ প্রকল্পে তৈরি করেছে ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। এর অত্যাধুনিক প্রযুক্তি দূরের লক্ষ্যেও নির্ভুল আঘাত হানতে সক্ষম। এটিজিএস প্রতিপক্ষকে তোপ দাগার পরেই নিজেকে সুরক্ষিত রাখতে স্থান পরিবর্তন করে।
উল্লেখ্য, আমেরিকা, চিনের মতো প্রথমসারির সামরিক শক্তিগুলির কাছে রয়েছে অতি শক্তিশালী কামান। ভারতের তৈরি এডিজিএস কম যায় না। এর অসাধারণ পাল্লার কারণে। ৪৮ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। অর্থাৎ পাঞ্জাবের অমৃতসর থেকে পাকিস্তানের লাহোর শহরে আঘাত হানতে পারে এটি। উল্লেখ্য, উভয় শহরের দূরত্ব ৫০ কিলোমিটার। এটিজিএস প্রথমবার তোপ দাগতে সময় নেয় ৮০ সেকেন্ড। পরবর্তী ক্ষেত্রে ৬০ সেকেন্ডে পর পর পাঁচবার কামান থেকে গোলা ছুড়তে পারে।
