গোবিন্দ রায়: মুর্শিদাবাদের হুমায়ুন কবীরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার মামলা খারিজ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি জানান, ধর্মীয় প্রতিষ্ঠান করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে ঠিকই। তবে যে জায়গাটিতে বাবরি মসজিদ হয়েছে, সেটি সরকারি জমি নয়। ট্রাস্টের জমি হওয়ায় মামলা খারিজ করল হাই কোর্ট।
দিনকয়েক ধরে দলকে লাগাতার হুমকি দেন হুমায়ুন। বারবার সতর্ক করেও লাভ হয়নি কিছুই। পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বাধ্য হয়ে দল থেকে আজীবনের জন্য তাঁকে বহিষ্কার করা হয়। ইতিমধ্যে মসজিদের শিলান্যাসের বিরোধিতায় হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী হাই কোর্টে দাবি করেন, হুমায়ুন কবীরের মসজিদ নির্মাণের সিদ্ধান্ত সংবিধান বিরোধী। তবে ওই জনস্বার্থ মামলা খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মসজিদের শিলান্যাসে সেই সময় বাধা দেয়নি হাই কোর্ট। পরিবর্তে শান্তিরক্ষায় রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। ভিড় জমান বহু মানুষ।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চে হয় মামলার শুনানি। হাই কোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। আদালতের মতে এই মামলাটি ত্রুটিপূর্ণ। তাই এই আবেদন বিবেচনাযোগ্যই নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট জানান, মসজিদ নির্মাণ কোনও সরকারি জমিতে হয়নি। এটি ট্রাস্টের জমি। তাই নির্মাণকাজ নিয়ে কোনও আপত্তি তোলা উচিত নয়।
