shono
Advertisement

Breaking News

ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মরণ কামড়, পথ কুকুরের শিকার এবার ৪ মাসের শিশুকন্যা

এক মাসে দ্বিতীয় হামলা আলিগড়ে।
Posted: 05:31 PM Apr 24, 2023Updated: 05:31 PM Apr 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু দিন আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে পথ কুকুরের হামলায় মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। ফের পথ কুকুরের নৃশংস হয়ে ওঠার ঘটনা আলিগড়ে। এক মাসে দ্বিতীয়বার। এবার ঘর থেকে চার মাসের শিশুকন্যাকে তুলে নিয়ে গেল একটি কুকুর। পরে পথ কুকুরের একটি দল ওই শিশুটিকে কামড়ে-খুবলে হত্যা করেছে বলে জানা গিয়েছে। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে, কুকুরটি কীভাবে ঘরে ঢুকে পড়ল? পরিবারের কেউ তা জানতে পারল না কেন?

Advertisement

ঘটনাটি আলিগড়ের সুবর্ণজয়ন্তী নগর এলাকার। শিশুর পরিবারের দাবি, প্রতিবেশীর বাড়িতে বিয়ে ছিল। তা নিয়ে মেতে ছিলেন সকলে। ব্যস্ত ছিল শিশুর বাবা-মাও। তখনই ফাঁকা ঘরে পা টিপে টিপে ঢুকে ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে যায় একটি কুকুর। নির্জন জায়াগায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর আরও কয়েকটি কুকুর সেখানে উপস্থিত হয়। এরপর তারা দল বেঁধে কামড়ে-খুবলে হত্যা করে শিশুকে। বাড়ি ফিরে শিশুকন্যাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন দম্পতি। পরিবারের অন্যরাও সন্ধানে নামেন। শেষ পর্যন্ত তারাই পথ কুকুরের খপ্পর থেকে শিশুকন্যাকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। পরিবারটির অভিযোগ, অতীতেও পথ কুকুরের হামলার মুখে পড়েছেন তারা।

[আরও পড়ুন: পরপর দুই রাজ্যে মুসলিম সংরক্ষণ বাতিলের দাবি শাহের, পালটা খোঁচা ওয়েইসির]

বর্তমান ভারতে পথ কুকুর (Stray Dogs) বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশে পথ কুকুরের হামলা বেড়েই চলেছে। গত সপ্তাহে আলিগড় বিশ্ববিদ্যালয় চত্বরে এক বৃদ্ধকে কামড়ে-খুবলে হত্যা করে পথ কুকুরের একটি দল। চলতি মাসে ছত্তিশগড়ে পাঁচ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল পথ কুকুরের হামলায়। ফেব্রুয়ারিতে কুকুরের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছিল হায়দরাবাদে। পথ কুকুর নিয়ে মামলা উঠেছে আদালতে। পরিস্থিতি শামাল দিতে পথ কুকুর নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। অত্যাচার ঠেকাতে নির্বীজকরণে জোর দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘বিজেপি নেতারা বোকা’, মমতার সঙ্গে সাক্ষাতের আগে গেরুয়া শিবিরকে কটাক্ষ নীতীশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement