সোমনাথ রায়, নয়াদিল্লি: চলন্ত ট্রেনে রেল পুলিশের তোলাবাজি! আইআরসিটিসি (IRCTC)-এর ক্যাটারিং ম্যানেজারের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি আরপিএফের! অভিযোগ, এই টাকা দিতে রাজি না হওয়ায় বেধড়ক মারধোর করা হল ক্যাটারিং ম্যানেজার হেমন্ত সিংকে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের সুলতানপুর স্টেশনের আইপিএফ ব্যারাকে বন্দি করে রাখা হয় হেমন্তকে। কেড়ে নেওয়া হয় সর্বস্ব। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার এই ঘটনা ঘটে ১২২৩৭ বেগমপুরা এক্সপ্রেসে। থার্ড পার্টির মাধ্যমে ওই ট্রেনের ক্যাটারিং বিভাগের ম্যানেজারের দায়িত্বে ছিলেন হেমন্ত সিং। তাঁর দাবি, চলন্ত ট্রেনেই তাঁর কাছে ১০ হাজার টাকার দাবি জানান, কর্তব্যরত দুই আরপিএফ সদস্য প্রীতি সিং ও এসপি উপাধ্যায়। টাকা দিতে না চাওয়ায় উত্তরপ্রদেশের সুলতান স্টেশনে জোর করে নামানো হয় তাঁকে। সেখানে ব্যাপক মারধোর করার পাশাপাশি আরপিএফ ব্যারাকে বন্দি করে রাখা হয়। সেখান থেকে নিজের ছবি সেলফি মোডে তুলে সংবাদমাধ্যমকে জানান বিষয়টি।
পাশাপাশি হেমন্তের দাবি, সেই মুহূর্তে তাঁর কাছে ৫০ হাজার টাকা ছিল। যার পুরোটাই কেড়ে নেন পুলিশকর্মীরা। এর মধ্যে ৩৫ হাজার টাকা লখনউয়ে জমা করার কথা ছিল। হেমন্তের দাবি অনুযায়ী, রেল পুলিশের ব্যারাকে একজন অপরাধীর মতো নৃশংসভাবে মারা হয়েছে তাঁকে। এই ঘটনায় ন্যায় না পেলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন হেমন্ত। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি।
