shono
Advertisement

দ্রুত টিকিট বুক করতে নয়া অ্যাপ আনছে IRCTC

নতুন অ্যাপের নাম IRCTC রেল কানেক্ট৷ The post দ্রুত টিকিট বুক করতে নয়া অ্যাপ আনছে IRCTC appeared first on Sangbad Pratidin.
Posted: 02:30 AM Jan 07, 2017Updated: 09:00 PM Jan 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে উদ্যোগী আইআরসিটিসি৷ নতুন একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রেলমন্ত্রক৷ যেটির মাধ্যমে যাত্রীরা, আরও সহজে এবং দ্রুত টিকিট বুক করতে পারবেন৷

Advertisement

ভারতীয় রেলের IRCTC কানেক্ট অ্যাপটিকে ঢেলে সাজানো হচ্ছে৷ নতুন অ্যাপের নাম IRCTC রেল কানেক্ট৷ রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই আগামী সপ্তাহে এই অ্যাপটি চালু করা হচ্ছে৷ নয়া এই অ্যাপে আরও সহজে অনলাইন টিকিট কাটতে পারবেন তাঁরা৷ IRCTC রেল কানেক্ট অ্যাপে এবার ই-টিকিটিং সিস্টেমও যুক্ত থাকবে৷ যা বর্তমান অ্যাপটিতে ছিল না৷

নতুন অ্যাপ্লিকেশনে অনায়াসেই নিজেদের সংরক্ষিত আসন দেখে নিতে পারবেন যাত্রীরা৷ টিকিট বাতিলও করা যাবে সহজেই৷ এমনকী আসন্ন রেলযাত্রার অ্যালার্টও দেবে এই অ্যাপ৷ যাঁরা ইতিমধ্যেই IRCTC কানেক্ট অ্যাপটি ব্যবহার করছেন, তাঁদের নয়া অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে নতুন করে আর নিজেদের নাম এবং অন্যান্য তথ্য দিতে হবে না৷ আগের অ্যাপটি থেকেই সেগুলি রেজিস্টার করে নেওয়া হবে৷

The post দ্রুত টিকিট বুক করতে নয়া অ্যাপ আনছে IRCTC appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার