shono
Advertisement

প্রকাশিত হল ISC দ্বাদশের ফলাফল, প্রথম স্থানে বাংলার ছয় পড়ুয়া

বাংলা থেকে পাশের হার ৯৯ শতাংশ।
Posted: 05:18 PM Jul 24, 2022Updated: 06:38 PM Jul 24, 2022

দীপঙ্কর মন্ডল: ICSE দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা হল রবিবার। পরীক্ষার্থীরা cisce.org, results.cisce.org, results.nic.in – এই তিনটি ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২২ সালে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন। প্রথম স্থানে রয়েছে ১৮ জন পড়ুয়া।

Advertisement

আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম ৩-এ আছেন ১৫৪ জন। তার মধ্যে বাংলার ৪১ জন পড়ুয়া রয়েছে। সর্বভারতীয় তালিকায় প্রথম স্থানাধিকারী ১৮ জন। তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তার মধ্যেই রয়েছেন বাংলার ৬ পড়ুয়া।

১) কলকাতার দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আর্শ মুস্তফা

২) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রতিতি মজুমদার

৩) কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অপূর্বা কাশিশ

৪) পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন এর ছাত্রী পৃথ্বীজা মন্ডল

৫)আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র নিখিল কুমার প্রসাদ

৬) উত্তর ২৪ পরগনা দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের ছাত্র অভিষেক বিশ্বাস  

পশ্চিমবঙ্গেও পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এরাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯। বাংলায় আইএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।  

[আরও পড়ুন: তৃণমূল না বিজেপির সাংসদ? আগামী সপ্তাহেই সংসদে শিশির অধিকারীর ভাগ্য নির্ধারণ]

৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ৫৮ জন। বাংলার ১৯ পড়ুয়া রয়েছে দ্বিতীয় স্থানে। 

১) কলকাতা অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী কোমল আগারওয়াল
২) কলকাতা ক্যালকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী সুমেধা ঘোষ চৌধুরী
৩) কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের ছাত্রী সম্রাজ্ঞী দত্ত
৪) কলকাতার সেন্ট জেমস স্কুলের ছাত্র কুশ লাখোটিয়া
৫) কলকাতার সেন্ট জেমস স্কুলের ছাত্র দেবাংশ যোগানী
৬) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সাগ্নিক শেঠ
৭) হাওড়া সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বহেটি
৮) জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী সহেলী কর
৯) বর্ধমান হলি রক স্কুলের ছাত্রী রাইসা পারবিন
১০) বর্ধমান হলি রক স্কুলের ছাত্রী পুষ্পিতা নাহা
১১) বারাকপুর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের ছাত্র অনির্বাণ চক্রবর্তী
১২) কলকাতা মডার্ন হাই স্কুলের ছাত্রী বৈষ্ণবী তেওয়ারি
১৩) কলকাতা মডার্ন হাইস্কুলের ছাত্রী বর্নীমা আগরওয়াল
১৪) নদীয়া রানাঘাট কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি স্কুলের ছাত্র শুভদীপ সরকার
১৫) পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী কসিতা পন্ডা
১৬) কলকাতা দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আয়ান মোস্তফা
১৭) কলকাতা দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র বৈদুর্য বোস
১৮) হাওড়া মারিয়াজ ডে স্কুলের ছাত্র দেবায়ন দত্ত
১৯) বাগুইআটির ক্যালকাটা পাবলিক স্কুলের ছাত্রী ঋত্বিকা সরস্বত
৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে বাংলার ১৬ জন পড়ুয়া। সর্বভারতীয় স্তরে ৭৮ জন তৃতীয় স্থান পেয়েছে। 

কোভিড পরিস্থিতির কারণেই ২০২১-২০২২ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুই ভাগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে প্রথম সেমেস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ২০২২ সালের এপ্রিল-মে মাসে। প্রথম সেমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছিল ৭ ফেব্রুয়ারি। তবে মার্কশিট পাননি পরীক্ষার্থীরা। চূড়ান্ত ফলাফলের পরেই নম্বর জানা যাবে। প্রসঙ্গত, গত বছর আইএসসিতে পাশের হার ছিল ৯৯.৭৬ শতাংশ। 

[আরও পড়ুন: ভারতের বিচারব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, প্রধান বিচারপতির উদ্বেগ নিয়ে মন্তব্য রিজিজুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement