shono
Advertisement

তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা

এখনও উদ্ধার করা সম্পত্তির তথ্য মেলেনি। The post তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Dec 21, 2016Updated: 11:43 AM Dec 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আয়করের নজরে তামিলনাড়ু। তবে ব্যবসায়ীদের পর এবার খোদ মুখ্যসচিবের বাড়ি হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা।

Advertisement

আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়িতে হানা দেয় আয়কর। তামিলনাড়ুতে তিনিই প্রবীণতম সরকারি কর্মী। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতারও সচিব ছিলেন তিনি। আগামী বছরের সেপ্টেম্বরেই তাঁর অবসর নেওয়ার কথা।জানা যাচ্ছে, এক ঠিকাকর্মীর থেকে তথ্য পেয়েই তাঁর আন্না নগরের বাড়িতে চালানো হয় অভিযান।  তবে এখনও উদ্ধার করা সম্পত্তির তথ্য মেলেনি।

সম্প্রতি তামিলনাড়ুতেই তিন ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর।  সেখান থেকে উদ্ধার করা হয় মোট ১৭৭ কেজি সোনা ও বাতিল নোটে প্রায় ৯৬ কোটি টাকা।  নতুন নোটে মেলে ৩৪ কোটি টাকা।

The post তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার