shono
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

'ভূতুড়ে' ভোটারে আলোচনায় অনড় বিরোধীরা, বেনজিরভাবে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক থেকে ওয়াকআউট ধনকড়ের

রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক, অথচ ওয়াকআউট খোদ চেয়ারম্যানের।
Published By: Subhajit MandalPosted: 03:09 PM Mar 29, 2025Updated: 03:09 PM Mar 29, 2025

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক থেকে ওয়াকআউট চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। শুক্রবার এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী সপ্তাহে রাজ্যসভার আলোচ্যসূচিতে কোন কোন বিষয় থাকবে সে নিয়ে আলোচনার সময়ে বিরোধীরা এপিক নিয়ে আলোচনার দাবিতে সরব হন। রাজ্যসভায় বিলের উপর আলোচনা এবং তা পাস করানোর বিষয়ে বিরোধীরা সহযোগিতা করছে অথচ বিরোধীদের দাবি মেনে নিয়ে এখনও পর্যন্ত এপিক নিয়ে আলোচনা হল না কেন জানতেও চান তাঁরা। তৃণমূল কংগ্রেসের তোলা এপিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যসভার বিরোধীরা যে এককাট্টা হয়েছে তা এদিনের বৈঠকে প্রমাণ হয়ে গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, এদিনের বৈঠকে কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচতেক জয়রাম রমেশ আক্রমণাত্মক ভূমিকায় কেন তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধীরা প্রায় প্রত্যেক দিন নোটিস দেওয়া সত্ত্বেও এপিক নিয়ে আলোচনা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন। বিরোধীরা যে এবিষয়ে স্বল্পকালীন আলোচনাতেও রাজি সেকথাও উল্লেখ করেন তিনি।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন বিলগুলিকে তড়ঘড়ি পাস না করিয়ে কমিটির কাছে পাঠানো হোক এবং তাতে বিলের মান উন্নত হবে বলে সওয়াল করেন বলে সূত্রের খবর। তার মধ্যেই জয়রাম আবারও আগামী সপ্তাহে রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা হবে তা নিশ্চিত করতে হবে বলে জোরালো দাবি তোলেন, অন্যথায় বিরোধীরাও সহযোগিতা করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন। তারপরেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান ধনকড়।

পরে রাজ্যসভার সচিবালয়ের সূত্র মারফত, বৈঠকে শিষ্টাচারের অভাব ছিল বলেই চেয়ারম্যান তা ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলে জানানো হয়। পাল্টা বিরোধীদের পক্ষ থেকে শিষ্টাচারের কোনও বিষয় সেখানে ছিল না, সবটাই সহযোগিতার উপরেই আলোচনা করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। এদিনের বৈঠক মাঝপথে শেষ হতেই বিরোধীরা রাজ্যসভার লবিতেই নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা সারেন। তাতে আগামী সপ্তাহে রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনার সুযোগ মিলুক বা না মিলুক বিরোধীরা সম্মিলিতভাবে সরব হবেন বলেই ঠিক হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক থেকে ওয়াকআউট চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের।
  • সূত্রের খবর, বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী সপ্তাহে রাজ্যসভার আলোচ্যসূচিতে কোন কোন বিষয় থাকবে সে নিয়ে আলোচনার সময়ে বিরোধীরা এপিক নিয়ে আলোচনার দাবিতে সরব হন।
  • তৃণমূল কংগ্রেসের তোলা এপিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যসভার বিরোধীরা যে এককাট্টা হয়েছে তা এদিনের বৈঠকে প্রমাণ হয়ে গিয়েছে।
Advertisement