সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ড নিয়ে অস্বস্তি কাটাতে বড়সড় পদক্ষেপ। বিজেপিকে সমর্থন করায় গোটা প্রদেশ কমিটিই ভেঙে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। জেডিইউ সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, বিজেপির সঙ্গ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
আসলে নাগাল্যান্ডে এবার জেডিইউয়ের (JDU) একজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই তিনি বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। তাতেই খাপ্পা নীতীশ। নীতীশের অভিযোগ, ভয় এবং প্রলোভন দেখিয়ে নাগাল্যান্ডে দল ভাঙিয়েছে ক্ষমতাসীন এনডিপিপি-বিজেপি জোট। ক্ষোভে দলের গোটা ইউনিটই ভেঙে দিলেন তিনি। বৃহস্পতিবার সকালে জেডিইউয়ের তরফে বিবৃতি দিয়ে দলের রাজ্য সভাপতি-সহ গোটা ইউনিটকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। নীতীশের দল বলছে, নাগাল্যান্ড নেতৃত্বের এই সিদ্ধান্ত দলের নীতি বিরুদ্ধ এবং অনুশাসনহীনতার পরিচয়।
[আরও পড়ুন: হরিয়ানার পর উত্তরপ্রদেশ, গরু পাচারকারী সন্দেহে ট্রাকচালককে গুলি গোরক্ষকদের]
আসলে নীতীশ কুমার এই মুহূর্তে চাইছেন না, কোনওভাবেই বিজেপির (BJP) নামটা তাঁর সঙ্গে জুড়ে যাক। সেটা হলে বিরোধী শিবিরে তাঁকে নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। নীতীশ বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার স্পষ্ট বার্তা দিলেও এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার তেমনটা করতে পারলেন না। নাগাল্যান্ডে এনসিপিও একইভাবে বিজেপি জোটকে সমর্থন করেছে। কিন্তু তিনি সরাসরি এনসিপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারলেন না। উলটে বিজেপি জোটকে সমর্থন করার সিদ্ধান্তকে এনসিপির (NCP) শীর্ষ নেতৃত্ব ঘুরিয়ে স্বীকৃতিই দিল।
[আরও পড়ুন: ৬ দিনে ছ’কোটি নগদে সম্পত্তি কেনেন কেষ্ট! টাকার উৎস কী? অনুব্রতর কাছে উত্তর চাইছে ED]
নাগাল্যান্ড বিধানসভা (Nagaland Assembly) ভোটে ১২টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। তার মধ্যে ৭টি আসনে তারা জয়লাভ করেছিল। সেই ৭ জন বিধায়কও বিজেপিকে সমর্থন করছে। এনসিপি নেতৃত্বের সাফাই, নাগাল্যান্ডের রাজনীতি দেশের বাকি অংশের রাজনীতি থেকে আলাদা। পওয়ার (Sharad Pawar) নিজেই বলছেন,”সেখানকার মুখ্যমন্ত্রী নেইফিউ রিও’র সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আগে থেকেই ছিল। নাগাল্যান্ডের স্বার্থে আমরা জোটে যোগ দিয়েছি।” আসলে এনসিপির পক্ষে এই মুহূর্তে নাগাল্যান্ডের বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ করা কঠিন। কারণ সেটা করা হলে তাদের জাতীয় দলের তকমা হারানোর সম্ভাবনা তৈরি হবে।