বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৯ লক্ষ ৫ হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৪৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৩২,৩৬৪ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৮৯ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.৭: জরুরি পরিষেবা ছাড়া চণ্ডীগড়ে অন্যান্য সমস্ত দোকানপাট শনি এবং রবিবার বন্ধ থাকবে।
রাত ১০.৫১: ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত ৯৫৫ জন।
রাত ১০.৪৩: আন্দামান ও নিকোবরে নতুন করে আক্রান্ত ৬৭ জন।
রাত ১০.২১: গোয়ায় নতুন করে আক্রান্ত ৩৮৫ জন।
রাত ৯.৪৮: রাজস্থানে নতুন করে করোনা আক্রান্ত আরও ১,৩৩৫ জন।
রাত ৯.১৮: করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন থেরাপিতে গাইডলাইন প্রকাশ করল কর্ণাটক সরকার।
রাত ৯.১৩: বাড়ির বাইরে বেরিয়ে গণেশ চতুর্থী উদযাপনে নিষেধাজ্ঞা জারি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
রাত ৮.৫৫: মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৪০৬ জন।
রাত ৮.৫২: হরিয়ানায় নতুন করে করোনা আক্রান্ত ১,২০৩ জন।
রাত ৮.৪৪: মধ্যপ্রদেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত ১,১৪৭ জন।
রাত ৮.৪০: বিখ্যাত লোকসংগীত শিল্পী সারদা সিনহা করোনা আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সংক্রমণের কথা জানান তিনি।
রাত ৮.৩৯: জেইই (মেইন) পরীক্ষা হবে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। নিট(ইউজি) পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।
রাত ৮.৩৬: এনসিপি নেতা শরদ পওয়ারের গোবিন্দবাগের বাংলোর চারজন পরিচারিকা করোনা আক্রান্ত।
রাত ৮.২৮: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ৪৪৭ জন।
রাত ৮.২৬: মধ্যপ্রদেশের মন্ত্রী গোপাল ভার্গব করোনা আক্রান্ত। নিজের টুইটে সংক্রমণের কথা জানালেন তিনি।
রাত ৮.২৪: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার। একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬৮৯ জন। করোনা পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮২ জন।
রাত ৮.১৮: মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১৪ হাজার ১৬১ জন।
রাত ৮.৮: কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৯৮৩ জন।
সন্ধে ৭.৫৭: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ১,৫১৩ জন।
সন্ধে ৭.৩৭: চণ্ডীগড়ে ১১৬ জন নতুন করে করোনা আক্রান্ত।
সন্ধে ৭.১৫: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৭ হাজার ৫৭১ জন।
সন্ধে ৬.৫৯: হিমাচল প্রদেশে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৬১৭ জন।
সন্ধে ৬.৫০: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে শুক্রবার ১১ হাজার ৬৪৯ জনের।
সন্ধে ৬.৪৯: এস পি বালাসুব্রহ্মণমের আরোগ্য কামনায় শবরীমালায় বিশেষ পুজোপাঠের আয়োজন।
সন্ধে ৬.৪৮: দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ২৫০ জন।
সন্ধে ৬.৪১: তামিলনাড়ুতে নতুন করে করোনা আক্রান্ত ৫ হাজার ৯৯৫ জন।
সন্ধে ৬.২৩: কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৯৮৩ জন।
সন্ধে ৬.২০: জম্মু ও কাশ্মীরে নতুন করে করোনা আক্রান্ত ৬৫৪ জন।
বিকেল ৫.৫৫: হরিয়ানায়ও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। লাগাম পরাতে শনি ও রবিবার অতি প্রয়োজনীয় দ্রব্য ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিকেল ৫.৫০: বৈষ্ণোদেবী দর্শন করতে গিয়ে করোনা আক্রান্ত বিহারের দুই বাসিন্দা।
বিকেল ৫.৪২: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় দশ হাজার জন।
বিকেল ৫.৩০: অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিংয়ে বসেছেন মুখ্যমন্ত্রী জগলমোহন রেড্ডি।
বিকেল ৪.৫৩: মিজোরামে সক্রিয় করোনা আক্রান্ত ৪৭৫ জন।
বিকেল ৪.১৫: দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ৭৪ শতাংশ।
বিকেল ৪.০৪: তামিলনাড়ু সরকারের সিদ্ধান্ত খারিজ করল মাদ্রাজ হাই কোর্ট। জানিয়ে দিল, এককভাবে গণেশ মূর্তি বিসর্জন দেওয়া যাবে।
দুপুর ৩.২০: হংকংয়ের নাগরিকদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত সরকারের।
দুপুর ২.৩০: করোনা পরীক্ষার নয়া মেশিন বানিয়েছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। সহজেই করোনা আক্রান্তকে চিহ্নিত করতে পারবে।
দুপুর ১.৪৫: ঝাড়খণ্ডে করোনা আক্রান্ত আরও ৮৩২ জন।
দুপুর ১.৪০: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ৩৪ জন।
দুপুর ১.২২: লালুপ্রসাদ যাদবের বাড়িতে মোতায়েন নয় নিরপত্তাকর্মী করোনা আক্রান্ত।
দুপুর ১২.৫৩: করোনা আক্রান্ত গোয়ার বিধায়ক রবি নায়েক।
বেলা ১২.৪৫: মহারাষ্ট্রে অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দেওয়া হয়েছে। শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মন্দির খোলার অনুমতি দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
বেলা ১২.৩০: রাজস্থানের করোনা পরিস্থিতি নিয়ে বিধানসভায় শাসক ও বিরোধীদের মধ্যে তুঙ্গে বাদানুবাদ। ৩০ মিনিটের জন্য বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়েছে।
বেলা ১২.১৪: ২৮ আগস্ট থেকে পাঞ্জাবে বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশনে যোগ দিতে করোনা নেগেঠিব রিপোর্ট আনা বাধ্যতামূলক। জানিয়ে দিলেন পাঞ্জাবের বিধানসভার স্পিকার।
বেলা ১২.০০: গণেশ চতুর্থী পালন করতে কোনও ছাড় দেওয়া হবে না। মাদ্রাজ হাই কোর্টে জানিয়ে দিল তামিলনাড়ু সরকার।
সকাল ১১.৪৭: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমিত ৩০৩ জন পুলিশ কর্মী। পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাবেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৮০ জন।
সকাল ১১.৪০: ওড়িশায় একদিনে আক্রান্ত আড়াই হাজারের বেশি।
সকাল ১১.১০: করোনার মোকাবিলা করতে কি বিসিজি টিকা কাজ করে? তা জানতে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতারে পরীক্ষামূলক ট্রায়াল শুরু করছে আইসিএমআর।
সকাল ১০.৫৩: বাংলার দুই জেলায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা। হাওড়ায় আগে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৯২টি। কমে দাঁড়াল ৮২টি। আবার দক্ষিণ ২৪ পরগণাক কনটেনমেন্ট জোনের সংখ্যা ৬১ থেকে কমে হল ৫৬টি।
সকাল ১০.৪৩: বীরভূমে লকডাউন চলছে। বন্ধ দোকানপাট। রাস্তাঘাটও ফাঁকা।
সকাল ১০.৩১: অস্ট্রেলিয়ায় সংক্রমণ কমাতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সকাল ১০.১২: দেশে করোনায় মৃত্যুহার কমে ১.৮৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৪.৩০ শতাংশ।
সকাল ১০.০০: শালবনি করোনা হাসপাতালে আত্মহত্যা করল ভরতি থাকা এক রোগী। গোপাল ঘড়ুই (৪৫) করোনার উপসর্গ নিয়ে গত ১২ ই আগস্ট ভর্তি হয়েছিলেন শালবনিতে। খড়গপুর গ্রামীণ থানা এলাকার সুলতান পুরের বাসিন্দা তিনি।
সকাল ৯.৫০: খড়গপুরে লকডাউন সফল করতে টহল দিচ্ছে পুলিশ।
সকাল ৯.২৪: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ৬৮ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
[আরও পড়ুন : বাঁধ মানছে না সংক্রমণ, ফের একদিনে দেশে করোনায় আক্রান্ত ৬৮ হাজারের বেশি]
সকাল ৯.১৮: করোনায় মৃত্যু হল বলিউড অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খানের। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
সকাল ৯.১৩: শিলিগুড়িতে চলছে লকডাউন। ফাঁকা রাস্তাঘাট।
সকাল ৯.১০: গত ২৪ ঘণ্টায় আট লক্ষেরও বেশি লালরসের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সকাল ৯.০০: কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল করোনায়। চারদিন ধরে ভেন্টিলেশনের ছিলেন তিনি। শুক্রবার ভোরে মৃত্যু হয়। এ নিয়ে কলকাতা পুলিশে ৯ জন করোনার বলি হলেন।
সকাল ৮.২৫: বাংলায় চলছে ৪৮ ঘণ্টার লকডাউন। রাস্তায় চলছে কড়া নজরদারি। লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে লেকটাউনে গ্রেপ্তার তিন। গড়িয়াহাটে বাজারে বেরিয়ে গ্রেপ্তার আরও এক।
সকাল ৮.২০: নিউ ইয়র্কে ক্রীড়াবিদদের জন্য জিম খুলে দেওয়া হচ্ছে।
সকাল ৮.১৫: দেশের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী, প্রতি এক লক্ষ জনসংখ্যায় ১৪০ জনের পরীক্ষা করা কথা। ভারতে চার চেয়ে অনেক বেশি পরীক্ষা করা হচ্ছে বলে দাবি স্বাস্খ্য সংস্থার।
সকাল ৮.০৭: লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
সকাল ৮.০০: আগস্টে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থাকল ভারত। দেশে ইতিমধ্যে আক্রান্ত হয়েছিলেন ১২ লক্ষ। যা বিশ্বে সর্বাধিক।
The post JEE ও NEET পরীক্ষা স্থগিত হবে না, দিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.