shono
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশের হাসপাতালে ১০ শিশুমৃত্যুর নেপথ্যে গাফিলতি! যোগী সরকারের কাছে রিপোর্ট তলব কমিশনের

হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ উড়িয়ে দিলেও বিতর্ক ক্রমেই দানা বাঁধছে।
Published By: Biswadip DeyPosted: 12:53 PM Nov 17, 2024Updated: 01:18 PM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জন শিশুর। এই ঘটনায় যোগী সরকারের কাছে এবার সবিস্তার রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন।

Advertisement

শুক্রবার ১০টা ৩৫ নাগাদ মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০টি শিশু মারা গিয়েছে বলে জানা যায়। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। আসলে এই দুর্ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করলেন, আগুন লেগেছে নিম্নমানের অক্সিজেন কনসেনট্রেটর থেকে। এর পিছনে রয়েছে দায়িত্বে অবহেলার মতো কারণ। যাঁরা এই দুর্ঘটনার জন্য দায়ী তাঁদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন অখিলেশ। এমনকী, ফায়ার অ্যালার্মও ঠিকমতো কাজ করত না বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ উড়িয়ে দিলেও বিতর্ক ক্রমেই দানা বাঁধছে।

আগুন লাগার পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধারকার্যে এগিয়ে আসতে। জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন। পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও উদ্ধারকার্যে হাত লাগান। এরই মধ্যে প্রকাশ্যে আসে এক সন্তানহারা মহিলার আর্ত চিৎকার। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিত নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, “ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।” মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জন শিশুর।
  • এই ঘটনায় যোগী সরকারের কাছে এবার সবিস্তার রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন।
  • হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ উড়িয়ে দিলেও বিতর্ক ক্রমেই দানা বাঁধছে।
Advertisement