shono
Advertisement
Pritish Nandy

প্রয়াত বিখ্যাত সাংবাদিক প্রীতিশ নন্দী

প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ প্রকাশ করেন অনুপম খের।
Published By: Anwesha AdhikaryPosted: 09:36 PM Jan 08, 2025Updated: 11:57 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিখ্যাত সাংবাদিক প্রীতিশ নন্দী। বুধবার ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ প্রকাশ করেন অনুপম খের। দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বিখ্যাত অভিনেতা। প্রীতিশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট মনোবিদ সুহেল শেঠও। জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে প্রীতিশ নন্দীর জন্ম। তবে পড়াশোনার সূত্রে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন কলকাতাতে। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি। পেশায় সাংবাদিক হলেও আরও নানা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন প্রীতীশ। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা-সমস্ত ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পশু অধিকার রক্ষা করতে স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রীতিশ। এছাড়াও দৈনিক ভাস্কর, দিব্যা ভাস্করের মতো বিখ্যাত সংবাদপত্রে লিখেছেন। সংবাদ প্রতিদিনেও প্রকাশিত হয়েছে তাঁর লেখা। সাংবাদিক হিসাবে কেরিয়ারের মধ্যেই একাধিক বই লিখেছেন তিনি। ইংরাজি কবিতার অন্তত ৪০টি বই প্রকাশ করেছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরাজিতে। এমনকি ইশা উপনিষদের ইংরাজিও করেছিলেন তিনি। সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

১৯৯৮ সালে শিবসেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হন প্রীতিশ। দীর্ঘদিন কাজ করেছেন পশুদের অধিকার নিয়েও। নির্মাতা হিসাবে ২৪টি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। দূরদর্শনে ৫০০টিরও বেশি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি। এমন অসাধারণ ব্যক্তিত্বের প্রয়াণে শোকাহত অনুপম খের-সহ অনেকেই। 'ইয়ারোঁ কা ইয়ার' হিসাবেই প্রীতিশকে মনে রাখতে চান বিখ্যাত অভিনেতা। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েনও।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে প্রীতিশ নন্দীর জন্ম। তবে পড়াশোনার সূত্রে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন কলকাতাতে।
  • টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রীতিশ। এছাড়াও দৈনিক ভাস্কর, দিব্যা ভাস্করের মতো বিখ্যাত সংবাদপত্রে লিখেছেন।
  • ১৯৯৮ সালে শিবসেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হন প্রীতিশ। দীর্ঘদিন কাজ করেছেন পশুদের অধিকার নিয়েও।
Advertisement