shono
Advertisement

‘মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়…’, নীতীশ কুমারকে নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে বিতর্ক

জোট ভাঙায় নীতীশকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ছে না বিজেপি।
Posted: 09:09 AM Aug 19, 2022Updated: 09:09 AM Aug 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করতে গিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কৈলাস বললেন, বিদেশে মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়, নীতীশ কুমারও সেভাবেই সঙ্গী বদলান।

Advertisement

এমনিতে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বরাবরই বিতর্কে থাকেন। কিছুদিন আগেই অগ্নিবীরদের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে লাগানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার নীতীশকে আক্রমণ করতে গিয়ে কার্যত গোটা নারী সমাজকেই কলঙ্কিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ প্রসঙ্গে কৈলাস বলেন,”আমি যখন বিদেশ গিয়েছিলাম, ওখানে আমাকে একজন বলেছিল, আমাদের এখানে মেয়েরা যখন তখন প্রেমিক বদলে নেয়। নীতীশ কুমারও (Nitish Kumar) একইরকম। ঠিক বুঝে উঠতে পারেন না কখন কার হাত ধরা উচিত, কখন কার হাত ছাড়া উচিত।” কৈলাসের এই মন্তব্যের তীব্র নিন্দা করছে সব মহলই।

[আরও পড়ুন: খারিজ পার্থর জামিনের আবেদন, আরও ১৪ দিন জেলেই থাকতে হবে ‘অপা’কে]

আসলে বিহারে নীতীশ কুমার যে গেরুয়া শিবির ছেড়ে আরজেডির (RJD) হাত ধরছে, সেটা মেনে নিতে পারছেন না অনেক বিজেপি নেতাই। সেকারণেই অনেক সময় তাঁকে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বিজেপি নেতাদের বক্তব্য, স্রেফ গদির লোভে বিহারের মানুষকে অপমান করছেন নীতীশ। বিহারের মানুষ ২০২০ সালে এনডিএ-কে ক্ষমতায় এনেছিল। কিন্তু বিজেপির হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছেন নিতীশ।

[আরও পড়ুন: কাশ্মীরে পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, গুলিতে নিকেশ লস্কর জঙ্গি]

বস্তুত বিহারে রাতারাতি ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় জাতীয় স্তরের রাজনীতিতেও ভালরকম ধাক্কা খেয়েছে বিজেপি (BJP)। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতিও এর ফলে প্রভাবিত হয়েছে। তাছাড়া, মহারাষ্ট্র দখলের পর বিহার হাতছাড়া হওয়াটা জাতীয় স্তরে খুব একটা ভাল বার্তাও দেয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement