shono
Advertisement

বেআইনি নির্মাণ কপিলের, পাল্টা তোপ পুরসভার

পুরসভার দাবি, তাঁকে নোটিস দিলেও কাজ বন্ধ করেননি কপিল৷
Posted: 02:13 AM Sep 11, 2016Updated: 09:20 PM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস বানানোর জন্য পুরসভা তাঁর থেকে ঘুষ চেয়েছে, এই মর্মে অভিযোগ তুলেছিলেন কপিল শর্মা৷ টুইটে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়ে তিনি প্রশ্ন করেছিলেন, এই কি ‘অচ্ছে দিন’? কিন্তু এবার তার বিরুদ্ধেই বেআইনি নির্মাণের পাল্টা অভিযোগ তুলল বৃহণ্মুম্বই পুরসভা৷ এমনকী প্রশ্ন উঠল তার দেওয়া আয়করের অঙ্ক নিয়েও৷

Advertisement

কপিল শর্মার ‘অচ্ছে দিন’ নিয়ে সাম্প্রতিক টুইট নেটদুনিয়ায় ভাইরাল৷ মোদিকে সরাসরি টুইট করে দুর্নীতি নিয়ে মুখ খোলায় অনেকেরই প্রসংশা কুড়িয়েছিলেন কমেডিয়ান-অভিনেতা৷ তাঁর অভিযোগ ছিল, অফিস বানানোর জন্য বৃহণ্মুম্বই পুরসভার পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় তাঁর থেকে৷ পাশাপাশি তিনি দাবি করেছিলেন, নাগরিক হিসেবে গত পাঁচ বছরে তিনি ১৫ কোটি টাকা আয়কর দেন৷ যখন কপিলের টুইট নিয়ে সবাই দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলতে ব্যস্ত, তখনই আরেক দলের নজর তাঁর আয়করের অঙ্কে৷ প্রশ্ন উঠল, এই অভিনেতার মাসিক আয় নিয়েও৷ ‘ফোর্বস’ ম্যাগাজিন ২০১৫ সালে কপিল শর্মাকে সবচেয়ে বেশি আয় করেন এমন সেলিব্রিটিদের তালিকায় রেখেছিল৷ তাই তাঁর আয়ের তথ্যটি নতুন নয়৷ শোনা যাচ্ছে, তাঁর বিখ্যাত কমেডি শোয়ের জন্য এক বেসরকারী টিভি চ্যানেল তাঁকে ৫ কোটি টাকা দেয় প্রতি মাসে৷ এছাড়াও তাঁর ঝুলিতে থাকে সিনেমা ও অন্যান্য বিজ্ঞাপনের কাজও৷ সিনেমহলে এখন তাই কপিলের আয় নিয়ে জল্পনা তুঙ্গে৷ পরিচিত অভিনেতা যাঁরা কপিলের শো-তে আমন্ত্রিতদের তালিকায় থাকেন তাঁদের অনেকের পারিশ্রমিকও যে কপিলের চেয়ে কম তা বলাই যায়৷ তবে কি ১৫ কোটি আয়কর জমা দেওয়ার কথা জানিয়ে কপিল বলিউডে তাঁর প্রভাবকেই ইঙ্গিত করল? এ প্রশ্নই এখন ঘোরাঘুরি করছে বলিপাড়ায়৷

এদিকে যে ঘুষের অভিযোগ নিয়ে সরগরম রাজনৈতিক মহল, সেই প্রেক্ষিতেও পুরসভা পাল্টা তোপ দেগেছে কপিলের বিরুদ্ধে৷ বৃহণ্মুম্বই পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, যে বাড়ি নির্মাণ নিয়ে কপিলের এই অভিযোগ, সেই প্রকল্পটিই বেআইনি৷  পুরসভার দাবি, তাঁকে নোটিস দিলেও কাজ বন্ধ করেননি কপিল৷ ম্যানগ্রোভ জাতীয় অরণ্যও নষ্ট করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ পুরসভার৷ যদিও এ নিয়ে কপিলের মন্তব্য এখনও জানা যায়নি৷ তবে টুইট নিয়ে জলঘোলা শুরু হওয়ার পর কপিল জানিয়েছেন, তিনি তাঁর পরিস্থিতি সামনে আনতে চেয়েছিলেন মাত্র৷ নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করেননি বলেই সাফাই কমেডিয়ান-অভিনেতার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement