সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহেই শপথগ্রহণ অনুষ্ঠান সেরে ফেলতে চাইছে হাত শিবির। বিজেপিকে গুঁড়িয়ে দিয়ে কর্ণাটকে (Karnataka Election) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিপুল সাফল্যের মধ্যেই কঠিন প্রশ্নের মুখে পড়েছে দলীয় নেতৃত্ব। সিদ্দারামাইয়া নাকি ডি কে শিবকুমার, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, এখনও সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ মে শপথ নেবে কর্ণাটকের নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী-সহ সমগ্র ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এছাড়াও গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। কর্ণাটকের ভূমিপুত্র তথা কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। এছাড়াও সমমনস্ক দলগুলিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে কংগ্রেস।
[আরও পড়ুন: রাজস্থানের রয়্যাল ওপেনিং জুটিকে ধরাশায়ী করে বাজিমাত, জয়পুরে রাজকীয় জয় আরসিবি’র]
সূত্রের খবর, দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ফেলবে কংগ্রেস নেতৃত্ব। রবিবারেই সদ্যনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে দলের তরফে। ওয়াকিবহাল মহলের অনুমান, মুখ্যমন্ত্রী নির্বাচনের ভার দেওয়া হবে খাড়্গের হাতেই। যদিও প্রত্যেক বিধায়কের মতামত শোনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই রবিবার বৈঠক ডাকা হয়েছে। যদিও রাতারাতি কোনও সিদ্ধান্তে আসবে না হাত শিবির। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে শিবকুমারকে।
মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেসের বিশাল সাফল্যের পরেই বেঙ্গালুরু থেকে ১২০ কিলোমিটার দূরের মন্দিরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শিবকুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে কার্যত ঘোষণা করে তাঁর বাড়ির সামনে অনুগামীরা ভিড় জমাচ্ছেন। এহেন পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন বলেই মত রাজনৈতিক মহলের।
[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট! গ্রেপ্তার দিলীপ ঘোষের ভাইপো]