shono
Advertisement

বাড়ছে করোনার প্রকোপ, কর্নাটকে ফের বাধ্যতামূলক আইসোলেশন

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1-কে নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের ৭ দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করল কর্নাটক সরকার।
Posted: 10:20 AM Dec 27, 2023Updated: 11:22 AM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা (COVID-19)। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের বাড়িতে ৭ দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করল কর্নাটক সরকার (Karnataka)। মঙ্গলবারই এই নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement

গতকাল, মঙ্গলবারই নতুন করে ৭৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণী রাজ্যে। এর মধ্যে ৫৭ জনই বেঙ্গালুরুর বাসিন্দা। মৃত্যু হয়েছে দুজনের। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর। সরকারি ও বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সংক্রমণ ধরা পড়লে ৭ দিন বাড়িতে থাকতে বলা হয়েছে। প্রতিদিন ৫ হাজার কোভিড পরীক্ষা করা হবে। তবে আপাতত নতুন বছরের উদযাপনে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অন্য রাজ্যে যেতেও বাধা নেই। কিন্তু যাঁদের কোমর্বিটি রয়েছে তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম প্রযোজ্য বর্ষীয়ান নাগরিকদের জন্যও। কোনও শিশু জ্বর, সর্দিকাশিতে ভুগলে তাকে স্কুলে না পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে অভিভাবকদের।

[আরও পড়ুন: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিলল গাজায় হামলার ‘বদলা’র চিঠি!]

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1-এর রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। রবিবার পর্যন্ত মেলা পরিসংখ্যানে এখনও পর্যন্ত দেশে ৬৩ জন এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ গোয়ায়। সেখানে ৩৪ জন JN.1 আক্রান্ত। একদিনেই ওই সংখ্যক মানুষ সেখানে করোনা আক্রান্ত হয়েছেন।

[আরও পড়ুন: বজরং-বীরেন্দ্রর পথে ভিনেশ ফোগাটও, ফেরাচ্ছেন খেলরত্ন-অর্জুন পুরস্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement