সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ পশুহাটে জবাই করার জন্য গবাদি পশু বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে কেরলে প্রকাশ্যে গরু কাটলেন কংগ্রেস কর্মীরা। তারপর সেই গরুর মাংস ভাগাভাগি করে খেলেন তাঁরা। সেই ঘটনার ভিডিও কেরলের বিজেপি সভাপতি ট্যুইটারে পোস্ট করার পরই দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠেছে। ঘটনার নিন্দা করেছেন খোদ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ঘটনার ইতিমধ্যেই বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।
[পাওয়া গেল সন্দেহজনক ব্যাগ, পাঠানকোটে জারি চূড়ান্ত সতর্কতা]
দিল্লিতে ক্ষমতায় আসার পর, দেশজুড়ে বেআইনি গোহত্যা রুখতে উদ্যোগ নেয় মোদি সরকার। গত শনিবার পশুহাটে গোমাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হয়। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, পশুহাট বা পশুমেলায় বেআইনিভাবে আর পশুর মাংস বিক্রির অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য গরু, মোষ, ষাঁড়, বলদ, বাছুরের মতো গবাদি পশুগুলিকে এই বাজারে বিক্রি করা যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যেই প্রতিবাদ আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি। কেরলেও এই সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে রাস্তায় নেমেছে শাসকদল সিপিএম-র নেতৃত্বাধীন এলডিএফ ও বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। শনিবার কান্নুর শহরে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে এক বাছুরকে কেটে মাংস ভাগাভাগি করে খান যুব কংগ্রেস কর্মীরা।
[এই প্রথম বিদেশ সফরে মোদির নিরাপত্তার দায়িত্বে মহিলা এসপিজি]
এই ঘটনার ভিডিও ট্যুইটারে পোস্ট করেন কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজশেখরণ। এরপরই সমালোচনা ঝড়ে ওঠে। ঘটনার নিন্দা করেছে কেরলে ক্ষমতাসীন সিপিএমও। দলের সাংসদ এম রাজেশ বলেন, এই ধরনের যুক্তিহীন প্রতিবাদে সংঘ পরিবারের হাতই শক্ত। এটা খুবই দুঃখের যে, প্রচারের জন্য কংগ্রেস কর্মীরা এতটা নিচে নামলেন। পরিস্থিতি বেগতিক বুঝে ড্যামেন কন্ট্রোলে নেমেছেন খোদ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিও। ট্যুইটারে তিনি লিখেছেন, কেরলে যা ঘটেছে, তা যুক্তিহীন ও বর্বরোচিত। দল এই ঘটনাকে কখনওই সমর্থন করে না।
কেরলে প্রকাশ্যে রাস্তা গরু কাটা নিষিদ্ধ নয়। তবে কংগ্রেস কর্মীদের গুর কাটার নিন্দায় সরব হয়েছে পশুপ্রেমী সংগঠনগুলি। দোষীদের শাস্তির দাবি তুলেছে তারা। ঘটনায় ইতিমধ্যেই 16 জন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
[টানা চার দিন ধরে নিখোঁজ এই উঠতি মডেল, দানা বাঁধছে রহস্য]
এদিকে, গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলনে সামিল মাদ্রাজ আইআইটির পড়ুয়ারাও। সোমবার আইআইটি ক্যাম্পাসে বিফ ফেস্টিভ্যাল আয়োজন করে তারা।পড়ুয়ারা জানিয়েছেন, গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিবাদী মনোভাবের পরিচয় দিয়েছে মোদি সরকার।
The post কেন্দ্রের নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রকাশ্যে গরু জবাই কংগ্রেস কর্মীদের appeared first on Sangbad Pratidin.
