সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের পরও দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। আতঙ্কের পরিবেশে আশার আলো দেখাচ্ছে কেরল। বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একইসঙ্গে এদিক টুইটে নিজের সংসদ এলাকা ওয়ানাড়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গত ১৬ দিনে সেই এলাকায় একজনও করোনা আক্রান্ত হননি। এই পরিসংখ্যানকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকও।
দেশের প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে এখানেই। পরবর্তীতে ভারতের সর্বাধিক সংখ্যক আক্রান্তও দেখা যায় এখানেই। আজ থেকে প্রায় ১০০ দিন আগে এ রাজ্যে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। আজকের দিনে মোট আক্রান্তের সংখ্যা মাত্র ৩৮৭, যে বৃদ্ধির হার প্রাথমিকভাবে এখানে দেখা গিয়েছিল, তা আজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে এবং অতি দ্রুত হ্রাস পাচ্ছে। এই মুহূর্তে এই রাজ্যে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা প্রায় ১৬৭। মৃত্যু হয়েছে মাত্র ২ জনের। পরিসংখ্যানের দিক থেকে বললে সুস্থতার হার প্রায় ৪২%, যা সারা দেশের তুলনায় বেশ কিছুটা বেশি। আর সারা বিশ্বের তুলনায় ১.৫ গুণের থেকেও বেশি। আক্রান্তের মধ্যে মৃত্যুর হারও কেরলে বেশ কম। মাত্র ০.৫৪%, যা দেশের নিরিখে ৭ ভাগের ১ ভাগ এবং বিশ্বের নিরীখে ১২ ভাগের ১ ভাগ। কেরল প্রশাসন বলছে, নির্দিষ্ট নিয়ম মেনেই সুস্থ হচ্ছে কেরল।
[আরও পড়ুন : করোনায় আক্রান্ত মা, পিপিই পরেই দুধের শিশুকে সামলাচ্ছেন দুই নার্স]
এদিকে রাহুল গান্ধীর সংসদ এলাকা ওয়ানাড়ের পরিস্থিতিও বেশ স্বস্তিদায়ক। গত দুই সপ্তাহেরও বেশি সময় সেই এলাকায় কেউ আক্রান্ত হননি। সুস্থতার নিরিখেও দেশের বাকি এলাকগুলিকে কয়েক গোল দিয়েছে ওয়ানাড়। আর তাই প্রশাসনক কর্তাদের ধন্যবাদ দিয়েছেন সাংসদ রাহুল গান্ধীও। তিনিও বলছেন সঠিক নিয়মানুবর্তিতা ও অক্লান্ত পরিশ্রমের জোরেই সুস্থ হচ্ছে ‘ভগবানের আপন দেশ’।
[আরও পড়ুন : ভারতে ২ প্রজাতির বাদুরের শরীরে মিলল করোনা ভাইরাস, চাঞ্চল্যকর তথ্য ICMR-এর রিপোর্টে]
The post অন্ধকার সময়ে আশার আলো কেরল, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত মোটে একজন appeared first on Sangbad Pratidin.