shono
Advertisement
Kerala

এবার স্কুলে বাধ্যতামূলক 'রোবটিক্স', দেশের প্রথম রাজ্য হিসেবে প্রযুক্তি পথে নজির কেরলের

আগামী ২ জুন থেকে এই রাজ্যের ৪.৩ লক্ষ পড়ুয়া হাতে কলমে নেবে রোবট জ্ঞান।
Published By: Amit Kumar DasPosted: 02:10 PM May 19, 2025Updated: 02:39 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে শিক্ষা ব্যবস্থাকেও। প্রযুক্তির জমানায় সে কথা মাথায় রেখে অভিনব পদক্ষেপ কেরলে। দেশের প্রথম রাজ্য হিসেবে কেরলে দশম শ্রেণীর সিলেবাসে যুক্ত হল রোবটিক্স। চিরাচরিত ধারা ভেঙে আগামী ২ জুন থেকে এই রাজ্যের ৪.৩ লক্ষ পড়ুয়া হাতে কলমে নেবে রোবট জ্ঞান।

Advertisement

রবিবার কেরল সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দশম শ্রেণির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হচ্ছে রোবট জ্ঞান। বইটির প্রথম অংশের ষষ্ঠ অধ্যায়ে রোবট সম্পর্কে মৌলিক তথ্য সেখানে হবে পড়ুয়াদের। এমনভাবে তা ব্যাখ্যা করা হয়েছে যাতে পড়ুয়ারা সহজে রোবট সম্পর্কে সাধারণ জ্ঞানলাভ করতে পারে। কেরল ইনফ্রাস্টাকচার অ্যান্ড টেকনোলজি ফর এডুকেশন (KITE)-এর সিইও ও আইসিটি টেক্সটবুক কমিটির চেয়ারম্যান কে আনোয়ার সাদাথ জানান, এর মাধ্যমে সার্কিট নির্মাণ, সেন্সর, একচুয়েটরের ব্যবহার এবং কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা শিখবে।

রোবট প্রযুক্তি ব্যবহার করে হাতে কলমে বহু জিনিস শেখানো হবে পড়ুয়াদের। যেমন, রোবট প্রযুক্তিতে স্যানিটাইজার ডিসপেনসার তৈরি, যেখানে যন্ত্রের সামনে হাত রাখলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যন্ত্র। সেখানো হবে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম যার মাধ্যমে মুখ শনাক্তকরণের পাশাপাশি থাকবে বাড়ির স্মার্ট দরজা তৈরির কৌশল। সরকারের দাবি, এই মাধ্যমে রোবট প্রযুক্তির প্রথম ধাপ হাতে কলমে শিখতে পারবে পড়ুয়ারা। আগামী দিনে আরও অন্যান্য বিষয় যুক্ত হবে এখানে।

সরকারের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের রোবটের পাঠ পড়াতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ৯,৯২৪ জন শিক্ষককে এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার। জুলাই মাস থেকে পুরোদমে শুরু হবে পড়ুয়াদের নতুন বিষয়ে শিক্ষাদান প্রক্রিয়া। মালয়ালম, ইংরেজি, তামিল এবং কন্নড় ভাষায় পড়াশুনো করা দশম শ্রেণির সকল পড়ুয়াদের জন্য আইসিটি'র নতুন এই পাঠ্যপুস্তক দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের প্রথম রাজ্য হিসেবে কেরলে দশম শ্রেণীর সিলেবাসে যুক্ত হল রোবোট শিক্ষা।
  • চিরাচরিত ধারা ভেঙে আগামী ২ জুন থেকে এই রাজ্যের ৪.৩ লক্ষ পড়ুয়া হাতে কলমে নেবে রোবট জ্ঞান।
  • ৯,৯২৪ জন শিক্ষককে এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার।
Advertisement