shono
Advertisement
Lalu Prasad Yadav

‘ত্যাজ্যপুত্র’ তেজের বাড়িতে হঠাৎ উপস্থিত লালু, কেন? মিটছে যাদব পরিবারের অন্তর্দ্বন্দ্ব!

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু।
Published By: Subhodeep MullickPosted: 02:06 PM Jan 14, 2026Updated: 03:38 PM Jan 14, 2026

প্রায় আট মাস আগে পরিবার এবং দল থেকে তাঁকে বিতাড়িতে করেছিলেন বাবা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। চলেছে বিস্তর সংঘাত। বন্ধ মুখ দেখাদেখি। ‘ত্যাজ্যপুত্র’ সেই তেজপ্রতাব যাদবের (Tej Pratap Yadav) বাড়িতেই এবার পা রাখলেন লালু। এই সংক্রান্ত বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে। তারপরই গুঞ্জন উঠতে শুরু করেছে, পরিবারেরর অন্তর্দ্বন্দ্ব কি তাহলে এবার মিটছে? 

Advertisement

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে দহিচুরা অনুষ্ঠানে যোগ দিতে তেজের বাসভবনে যান লালু। উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান-সহ অন্যান্যরা। অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, লালুর পাশেই বসে আছেন তেজপ্রতাপ। তাৎপর্যপূর্ণভাবে একদিন আগে অর্থাৎ মঙ্গলবার লালুর বাসভবনে উপস্থিত হয়েছিলেন তেজপ্রতাপ। সেখানে লালু ছাড়াও তিনি দেখা করেন মা রাবড়ি দেবী এবং ভাই তেজস্বী যাদবের সঙ্গে। কিন্তু দীর্ঘ সংঘাতের পর অবশেষে যাদব পরিবারেরর অন্তর্দ্বন্দ্ব মিটছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উত্তর দেবে সময়।

প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেন তেজপ্রতাপ। গত বিধানসভা নির্বাচনে ২২টি আসনে প্রার্থী দিয়েছিল তাঁর দল। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তেজপ্রতাপ। কিন্তু হেরে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement