সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত দফার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে শুক্রবার। দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল সব মিলিয়ে ১০২টি আসনে। আর প্রথম দিনের ভোটের পরই প্রধানমন্ত্রী মোদির দাবি, ভোটের ছবি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, মানুষ এনডিএকেই ভোট দিচ্ছে।
এক্স হ্যান্ডলে মোদি (PM Modi) লিখেছেন, 'প্রথম দফায় দারুণ সাড়া। যাঁরা আজ ভোট দিলেন সকলকে ধন্যবাদ। আজকের ভোট সম্পর্কে দারুণ সাড়া পেয়েছি। এটা পরিষ্কার, ভারত এনডিতেই ভোট দিয়েছে রেকর্ড নম্বরে।' এবারের নির্বাচনে প্রথম থেকেই 'আব কি বার চারশো পার' স্লোগান তুলতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। এদিন মোদির ইঙ্গিত, সেদিকেই এগোচ্ছে এনডিএ তথা বিজেপি।
[আরও পড়ুন: আদালতে চলছে ট্রাম্পের বিচার, বাইরে গায়ে আগুন দিলেন যুবক!]
প্রসঙ্গত, শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় ভোট হয়েছে। তৃণমূলের দাবি, তিনটি কেন্দ্রেই জয়ী হবে ঘাসফুল শিবির। এমনকী বিজয় মিছিল বেরনোর কথাও জানা গিয়েছে। এবার উলটো দাবি করতে দেখা গেল মোদিকে।
যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় যা ভোট পড়েছিল তার তুলনায় এবার প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ১০ শতাংশ কম। ভোটের হার কম গতবারের থেকে কম হওয়ার কী অর্থ? শেষপর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা সময়ই বলবে। কিন্তু আপাতত ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের হার কমের দিকে থাকার অর্থ শাসক দলের বিরুদ্ধে ভোট পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ যে ‘মোদি ঢেউ’-এর কথা বার বার বিজেপিকে (BJP) বলতে শোনা যাচ্ছে, সত্যিই হয়তো তেমন আলোড়ন নেই। যদিও মোদির দাবি এর ঠিক উলটো। ৪ জুন ভোটের ফলাফলের দিনই সামনে আসবে প্রকৃত ফলাফল। তার আগে গুঞ্জন, নেতানেত্রীদের দাবি-পালটা দাবিতে ক্রমেই চড়বে দেশের রাজনৈতিক পারদ।