সরষের মধ্যেই লুকিয়ে ভূত! জম্মু ও কাশ্মীরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ সরকারি কর্মীকে বরখাস্ত করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সূত্রের দাবি, অভিযুক্তরা প্রশাসনের মধ্যে লুকিয়ে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার ছক কষেছিলেন। তাঁদের সঙ্গে সরাসরি যোগ ছিল কুখ্যাত জঙ্গি সংগঠনগুলির। জানা গিয়েছে, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জঙ্গি-যোগের অভিযোগে মোট ৮৫ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
সূত্রের খবর, বরখাস্ত হওয়া ওই পাঁচ অভিযুক্ত হলেন মহাম্মদ ইশফাক, তারিক আহমেদ শাহ, বশির আহমেদ মীর, ফারুক আহমেদ ভাট, এবং মহাম্মদ ইউসুফ। ইশফাক ছিলেন পেশায় একজন শিক্ষক। তারিক ছিলেন ল্যাব টেকনিশিয়ান, বশির ছিলেন সহকারী লাইনম্যান, ফারুক ছিলেন বন বিভাগের কর্মী এবং ইউসুফ পেশায় ছিলেন গাড়ির চালক।
তদন্তে উঠে এসেছে, ইশফাক পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করতেন। ২০২২ সালে তাঁকে এক পুলিশ আধিকারিককে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু খুনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সূত্রের খবর, কাশ্মীরের তরুণদের মগজধোলাই করে জেহাদি বানানোর দায়িত্ব তাঁর কাঁধেই ন্যস্ত ছিল। অন্যদিকে, তারিক স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, খুব অল্প বয়সেই তিনি সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িয়ে পড়েন। তদন্তকারীদের একটি সূত্রের খবর, ২০০৫ সালে আমিন বাবার পাকিস্তানে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তারিকের যোগসূত্র ছিল। তদন্তকারীদের সূত্র মারফত আরও জানা গিয়েছে, বাকি অভিযুক্তদের সঙ্গেও পাকিস্তানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগসাজশ রয়েছে।
