shono
Advertisement

যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিভ্রাট, মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গাবিলাস, যাত্রীরা উঠলেন নৌকায়!

গত ১৩ জানুয়ারি বিলাসবহুল গঙ্গাবিলাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Posted: 08:16 PM Jan 16, 2023Updated: 08:33 PM Jan 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিভ্রাট। মাঝগঙ্গায় আটকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রমোদতরী গঙ্গাবিলাস। যার জেরে ক্রুজ থেকে বেশ খানিকটা পথ নৌকায় যেতে হয় যাত্রীদের।

Advertisement

গত ১৩ জানুয়ারি বিলাসবহুল গঙ্গাবিলাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু করে ক্রুজটি। ২৭টি নদী পেরিয়ে যার গন্তব্য ডিব্রুগড়। পথে যাত্রীরা দেখে নিতে পারবেন অন্তত ৫০টি পর্যটনস্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতিরাতে যাত্রীদের খরচ ৫০ হাজার। কিন্তু এত অর্থ খরচ করে প্রমোদতরীতে বসেই বিভ্রাটের মুখে যাত্রীরা। সোমবার প্রশাসনের জানা গিয়েছে, বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য গঙ্গার তীর বরাবর এগিয়ে আসছিল গঙ্গাবিলাস। তখনই ডোরিগঞ্জ এলাকার কাছে হঠাৎ গঙ্গার পলির মধ্যে আটকে যায় ক্রুজটি। ফলে গন্তব্যে পৌঁছনো সম্ভব হচ্ছিল না। সেই সময় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছোট নৌকা আসে। তাতেই যাত্রীদের নির্বিঘ্নে চিরান্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

[আরও পড়ুন: ‘ইতিহাসে নেতাজিকে কম গুরুত্ব, এবার সত্য সামনে আসুক’, সরব বাংলার রাজ্যপাল]

ছাপড়া জেলা প্রশাসনের সতেন্দ্র সিং জানান, চিরান্দ ঘুরতে যাতে পর্যটকদের কোনও সমস্যা না হয়, তার জন্য সবধরনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য ঘাটে মোতায়েন রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। গঙ্গাবিলাস (Ganga Vilas) আটকে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, গঙ্গার ওই অংশে জল কম থাকার জন্য প্রমোদতরীটি কূলে পৌঁছতে গিয়ে আটকে যায়। তবে ছোট নৌকা বা বোটে যাত্রীদের নিরাপদে চিরান্দ পৌঁছে দেওয়া গিয়েছে।

গঙ্গাবিলাসের বৈশিষ্ট হল এটি জোয়ারের সময় ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এবং ভাটায় ২০ কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে পলির কারণে আটকে গিয়ে বিপত্তির ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিল। অনেক জায়গাতেই তো জলের পরিমাণ কম থাকতে পারে। তাহলে কি বারবার একই ঘটনা ঘটবে? উত্তর অধরা যাত্রীদের।

[আরও পড়ুন: যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিভ্রাট, মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গাবিলাস, যাত্রীরা উঠলেন নৌকায়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement