নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামী বছরের একেবারে শুরুতেই মহাকুম্ভ। ২০২৫ সালের ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে ওই মেলা আয়োজিত হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুমান, ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী এই মেলায় আসবেন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
এবারের মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য কয়েকটি বিশেষ দিনের দিকে নজর থাকবে পুণ্যার্থীদের। পৌষ পূর্ণিমা (১৩ জানুয়ারি), মকর সংক্রান্তি (১৪ জানুয়ারি), মৌনী অমাবস্যা (২৯ জানুয়ারি), বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি), অচলা নবমী (৪ ফেব্রুয়ারি)। তবে বাকি দিনেও সারা পৃথিবীর হিন্দু পুণ্যার্থীরা যে মহাকুম্ভে উপস্থিত হবেন তা নিশ্চিত। প্রসঙ্গত, প্রতি ছবছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে পালিত হয় অর্ধকুম্ভ। মহাকুম্ভের জন্য প্রতীক্ষা ১২ বছরের। ২০১৩ সালে মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। এবার ফের মহাকুম্ভে দেখা মিলবে মানুষের ঢল।
প্রসঙ্গত, মেলার বিপুল ভিড়ে গন্তব্য খুঁজে পেতে যেন কারও অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে গুগল চুক্তি করেছে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের সঙ্গে। ফলে গুগল ম্যাপ অন করলেই কেল্লা ফতে। নির্দিষ্ট কোনও মন্দির বা মঠে যেতে চাইলে কেবল গুগল ম্যাপে নামটি লিখলেই মিলবে সুলুক সন্ধান। গুগলের তরফে জানানো হয়েছে, স্থায়ী জায়গার নামই কেবল পাওয়া যায় এই অ্যাপে। সেক্ষেত্রে কুম্ভমেলার ভিতরে তৈরি হওয়া অস্থায়ী ইমারতগুলির সন্ধান গুগল ম্যাপ এতদিন দিতে পারত না। কিন্তু এবার আর তাতে অসুবিধা হবে না। জানা যাবে কতদূরে রয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য। নভেম্বরের শেষ থেকেই সেটা দেখতে পাওয়া যাবে ওই অ্যাপে।