সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠা সংরক্ষণ ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। তাঁর অনশন ভাঙাতে আসরে নামতে হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে। সংরক্ষণের জন্যই রাজনীতির পথে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসন্ন নির্বাচনে তাই লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভোল বদলে ফেললেন তরুণ নেতা মনোজ জারাঙ্গে। মনোনয়নের শেষ দিন তিনি লড়াই থেকে সরে দাঁড়ালেন। নিজের দলের প্রার্থীদের কাছেও আবেদন, নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকুন। তাঁর এই সিদ্ধান্তে যেমন বিস্মিত রাজনৈতিক মহল, তেমনই প্রশ্ন উঠছে, মারাঠা সংরক্ষণ আন্দোলন এবার কোন পথে হাঁটবে?
সোমবার সাংবাদিক সম্মেলন করে মনোজ জারাঙ্গে নির্বাচন থেকে পিছু হঠার কথা জানিয়েছেন। তাঁর কথায়, ''আমরা রাজনীতিতে নতুন। আমাদের প্রার্থীদের হার প্রায় নিশ্চিত। কারণ, মানুষ ঠিক করে রেখেছেন যে কাদের জেতাবেন। সেক্ষেত্রে মানুষের কাছে ভুল বার্তা যাবে। মারাঠি প্রার্থীদের উচিত, লড়াই থেকে নিজেদের সরিয়ে নেওয়া।'' কিন্তু আগস্ট মাসে সংসদীয় রাজনীতিতে পা রাখার আগে তাঁর মন্তব্য ছিল, মারাঠা সংরক্ষণ কার্যকর করতে রাজনীতি করা ছাড়া উপায় নেই। সেসময় নিজেদের জয় নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন। এখন ভোটের ঠিক আগে, মনোনয়নের শেষ দিন এভাবে লড়াই থেকে সরে যাওয়ায় সন্দিহান অনেকেই। যদিও মনোজ জারাঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, কোনও ক্ষমতার চাপে তিনি এই সিদ্ধান্ত নেননি।
মনোজ জারাঙ্গে মহারাষ্ট্রের সক্রিয় সমাজকর্মী। মারাঠা সংরক্ষণ ইস্যুতে দীর্ঘ সময় ধরে আন্দোলনে করেছেন। অনশনও করেছেন। তাঁর মূল লড়াই ছিল মহায়ূতিদের বিরুদ্ধে, যাঁরা সংরক্ষণ বিরোধী। আর এই ইস্যুকে কাজে লাগাতে ভোট ময়দানে নেমেছে মহাবিকাশ আঘাড়ি জোটও। বিজেপি বিরোধী ভোট একজোট করতে তাদের এই পদক্ষেপ। আগামী ২০ তারিখ মহারাষ্ট্রে ভোট, ২৩ তারিখ ফলপ্রকাশ। এখন দেখার, মনোজ জারাঙ্গের এই সরে দাঁড়ানোর ফায়দা তুলতে পারে কোন শিবির।