সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের উপর হামলা নিয়ে রাজনীতির আকচাআকচি আগেই শুরু হয়েছিল। এবার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। তাঁর প্রশ্ন, আদৌ সইফকে ছুরি মারা হয়েছিল? নাকি অভিনয় করছেন 'দক্ষ' অভিনেতা?
নীতেশ রানে বলছেন, "হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি সইফ আলি খানকে দেখার পর আমার সন্দেহ হচ্ছে। আদৌ ওকে ছুরি মারা হয়েছে তো? নাকি শুধুই অভিনয় করছে?" প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন সইফ আলি খান। মঙ্গলবারই লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ‘সদগুরু শরণে’ ফিরেছেন তিনি। ফেরার সময় সইফকে দেখা গিয়েছে বহাল তবিয়তে পায়ে হেঁটে গাড়ি পর্যন্ত আসতে। সইফের ওই সাবলীল হাঁটা দেখেই মহারাষ্ট্রের মন্ত্রীর মনে হয়েছে, হয়তো অভিনেতার উপর কোনওরকম হামলাই হয়নি।
গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য তা থেকে বেঁচেছেন। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরেরদিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ‘ছোটে নবাবে’র। মঙ্গলবার ছাড়া পেয়েছেন তিনি।
এরই মধ্যে সইফের উপর হামলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নীতেশ রানে বলছেন, বিরোধীরা চিন্তিত কারণ একজন 'খান' আক্রান্ত হয়েছেন, কোনও হিন্দু নন। নীতেশ রানের বক্তব্য, "সুপ্রিয়া সুলে সইফ আলি খানকে নিয়ে উদ্বিগ্ন। শাহরুখ খানের ছেলেকে নিয়ে উদ্বিগ্ন, নবাব মালিককে নিয়ে উদ্বিগ্ন। কখনও দেখেছেন এদের কোনও হিন্দু শিল্পীকে নিয়ে চিন্তা করতে?"