shono
Advertisement

Breaking News

‘ওখানে কুকুরের মাংসের খুব চাহিদা’, পথকুকুরদের অসমে পাঠানোর প্রস্তাব মহারাষ্ট্রের বিধায়কের

প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমীরা।
Posted: 03:56 PM Mar 05, 2023Updated: 04:25 PM Mar 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই প্রকাশ্যে এসেছে এক রিপোর্ট। যেখানে জানা গিয়েছে, হায়দরাবাদে কুকুরে হামলায় আহত হয়ে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কমপক্ষে ১০০ জন মানুষ। মাঝে ঝাড়খণ্ডের এক বিজেপি বিধায়কের দাবি করেছিলেন, শুধুমাত্র রাঁচি শহরে প্রতিদিন ৩০০ মানুষ কুকুরের কামড়ের টিকা নেন। গোটা দেশেই পথকুকুর নিয়ে অস্বস্তি বাড়ছে। এই অবস্থায় মহারাষ্ট্রের (Maharashtra) বিধায়ক বাচ্চু কাদু বিধায়সভায় সমস্যার সমাধানে অভিনব প্রস্তাব দিলেন। তাঁর পরামর্শ, রাস্তার কুকুরদের অসমে পাঠানো হোক। সেখানকার মানুষ কুকুরের মাংস খেতে ভালবাসেন। বিধায়কের বিতর্কিত বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমীরা।

Advertisement

এদিন মহারাষ্ট্র বিধানসভায় পথকুকুরদের (Street Dogs) সমস্যা নিয়ে আলোচনা চলছিল। দুই বিধায়ক প্রতাপ সারনায়েক এবং অতুল ভটখলকর পথ কুকুরদের নিয়ে সমস্যা সংক্রান্ত আলোচনার প্রস্তাব করেন। তখনই নিজের বক্তব্যে প্রহার জনশক্তি পার্টির বিধায়ক বাচ্চু কাদু বলেন, “পথকুকুরদের বিরাট চাহিদা অসমে। একটি কুকুর ৮ হাজার টাকাতেও বিক্রি হয়ে থাকে। রাজ্যে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে তাদের অসমে পাঠিয়ে দেওয়া উচিত।”

[আরও পড়ুন: ভোটে জয়ের উচ্ছ্বাসে আকাশে উড়ছে তাড়া তাড়া নোট! লজ্জার দৃশ্য নাগাল্যান্ডে]

বিধায়কের এমন বক্তব্যে বিতর্কে দানা বেধেছে। কাদুর প্রস্তাবের নিন্দা করেন পশুপ্রেমীরা। তাদের দাবি, এই মন্তব্য থেকে বিধায়কের মানসিকতার বোঝা যায়। কিছুদিন আগে একই ধরনের মন্তব্য শোনা গিয়েছিল ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক বিরাঞ্চি নারায়ণের মুখে। তাঁর কথায়, রাজ্য সরকার যদি পথকুকুরদের সমস্যার সমাধান করতে না পারে, তবে যেন নাগাল্যান্ডের লোকজনকে ডেকে পাঠায়। নিমেষে সমাধান হয়ে যাবে। এইসঙ্গে তিনি দাবি করেছিলেন, শুধুমাত্র রাঁচি শহরে প্রতিদিন ৩০০ মানুষ কুকুরের কামড়ের টিকা নেন।

[আরও পড়ুন: দিল্লির বিমানের শৌচাগারে ২ কোটি টাকার সোনা, বাজেয়াপ্ত করল শুল্ক দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement