সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র দহনজ্বালা থেকে নিস্তার পেতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুমুখে পড়তে হল প্রৌঢ়াকে! অতর্কিতে বাঘের হামলায় প্রাণ হারালেন ৫৩ বছরের মহিলা। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) চন্দ্রপুরে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই প্রবল গরমে প্রায়শয়ই বাঘ (Tiger) কিংবা সমগোত্রীয় বন্যাপ্রাণী বেরিয়ে চলে আসছে লোকালয়ে। আর প্রাণহানির আশঙ্কা বাড়ছে আমজনতার। বাঘের হামলায় মহিলার মৃত্যুর (Death) পর তাই জঙ্গল লাগোয়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মহারাষ্ট্রের সাওলি এলাকার তাদোবা ব্যঘ্র সংরক্ষণের (Tadoba tiger reserve) লাগোয়া একটি গ্রামে ঘটেছে ঘটনাটি। মন্দাবাই সিদাম নামে বছর তিপ্পান্নর এক মহিলা প্রবল গরমে কষ্ট পাচ্ছিলেন। রাতের ঘুমটুকু একটু আরামে ঘুমোতে ঘর ছেড়ে তিনি চলে গিয়েছিলেন বাইরে। খোলা আকাশের নিচে, জঙ্গলের ফুরফুরে হাওয়ায় ঘুমের অন্তত ব্যাঘাত ঘটবে না বলে আশা করেছিলেন মন্দাবাই। কিন্তু সেটাই হল কাল।
[আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]
শান্তিতে ঘুমের আকাঙ্ক্ষাই মন্দাবাইকে টেনে নিয়ে গেল চিরঘুমের দেশে। চন্দ্রপুর রেঞ্জের মুখ্য সংরক্ষক জিতেন্দ্র রামগাঁওকর জানাচ্ছেন, মাঝরাতে তাদোবা ব্যঘ্র সংরক্ষণ এলাকা থেকে একটি বাঘ বেরিয়ে এসে ওই মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের গভীরে। মহিলা চিৎকার করে প্রাণে বাঁচার আরজি জানিয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাঘের হামলায় মৃত্যু হয়েছে ৫৩ বছরের মন্দাবাইয়ের। চন্দ্রপুরের বন আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: কাশী বিশ্বনাথ মন্দিরের ধাঁচে গড়া হবে কামাখ্যা করিডর! হিমন্তের ঘোষণায় সাধুবাদ মোদির]
মহারাষ্ট্রের চন্দ্রপুর দেশের উষ্ণতম (Hottest)এলাকার মধ্যে একটি। প্রতি বছরই তাপমাত্রার পারদ এখানে চড়ে অনেকটা। জঙ্গল লাগোয়া এলাকা হলেও সাওলিতে কোনও শীতল পরিবেশ নেই। সাধারণ মানুষজন গ্রীষ্মের রাতে বাড়ির বাইরে ঘুমোন অনেকদিন ধরেই। এবছর সেই উষ্ণতা আরও বাড়তে থাকায় একটু আরামের জন্য বাইরে ঘুমোতে গিয়েছিলেন মন্দাবাই। তাতেই বাঘের হামলায় প্রাণ গেল তাঁর। এই ঘটনার পর কার্যত ব্যাপক আতঙ্ক এলাকায়। বাড়ানো হয়েছে নিরাপত্তা।